বাবা দিবসে
বাবা দিবসে এস এম আব্দুল হামিদ
বাবা তুমি কেমন আছো
ছোট্ট মাটির ঘরে
বহুদিন দেখিনি তোমাকে
সর্বদা মনে পড়ে।
তুমি যতদিন ছিলে বেঁচে
কি যে আদর করতে
চুমুয় চুময় ভরে দিতে
দিতেনা দূরে সরতে।
তোমার শিয়রে বসে
অশ্রু যায় ভিজে
আবেগে আপ্লুত হই
সামলে নেই নিজে।
হায় বাবা তুমি নেই কেন
হঠাৎ গেলে চলে
আমরা কেঁদে হলাম সারা
মোদের গেলে বলে।
বাবা দিবসে মনে পড়ে
তুমি আসবে ফিরে
কতই না বয়স ছিলো
রাখি হৃদয়ে ভিরে।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box