বাংলা-ভাষা
কবিতা,  সাহিত্য

বাংলা ভাষা, সুখের তালাশ

বাংলা ভাষা
সুমনা নাজনীন

সেরা আমার মাতৃভাষা
আ মরি বাংলা ভাষা ।
যত ভাষাই বলি-লিখি-শিখি
হয় না কোথাও মায়ের ভাষার তুলনা।
পাঞ্জাবি ভাষা উর্দু হলো বিলীন
৫২’র ভাষা আন্দোলনে –
মাতৃভাষা বাংলা চাই।

শহিদ হলো দামাল ছেলেরা
রফিক-সালাম-বরকত-জব্বার।
নারীদেরও আছে অবদান –
সালেহ বেগম-রওশন আরা-জাহানারা ইমাম-হেনা দাস
আরো অনেকে ।

সালাম শত সাহসী ভাষা সৈনিকদের
যাঁদের রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি।
স্মৃতি যেন আজও কাঁদায়,
গর্ব ও অহংকারে-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হলো যে তাই ।

ভোর সকালে খালি পায়ে আল্পনাতে
শহিদ মিনারে রাখি পুস্পস্তবক।
সমস্বরে শ্রদ্ধা জানিয়ে গেয়ে যাই –
“আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”

 

সুখের তালাশ
সুখ বলে–
আমার তরে ছুটো না
আমাকে অনুভব করতে জানতে হয়।
কোথাও খুঁজে পাবে নাকো আমায়
আমি যে তোমার অন্তরেই থাকি।
সুখ বলে–
সুখ সুখ বলে এত যে কেঁদে মরো,
সুখ তো তোমার কান্না দেখেই পালায়।
আবার এমনও হয়, কান্নার মাঝেই
আমাকে অনেকে খুঁজে পায়।
সুখ বলে–
আমি তো ক্ষণস্থায়ী
আমাকে পাওয়ার জন্যই তো এত আয়োজন,
দুঃখ না থাকলে আমার কি প্রয়োজন?
সুখ বলে–
আমার খোঁজে দাও দেশ-দেশান্তর পাড়ি ,
দিন শেষে শূন্য হাতে ফিরে এসে
কর শুধু আহাজারি ।
সুখ বলে–
একটা উপায় আছে যে অবশেষে
দুঃখসকে মেনে নিও ভালোবেসে ।
দেখবে আমি আছি তোমায় মিশে
অন্তরালে।
আরও পড়ুন কবিতা-   
বাংলা ভাষার দুর্দশা
ভাষা শহিদ স্মরণে
অতল প্রেম

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

Facebook Comments Box

সুমনা নাজনীন একজন কবি, কথাসাহিত্যিক ও সমাজকর্মী। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, কোট, অণুকবিতা লেখার সমস্ত শাখায় তাঁর বিচরণ। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখেন। প্রকাশিত উপন্যাস: বুনন, অর্ঘ্য; কাব্যগ্রন্থ: THE DIVINE IN DARKNESS। তিনি ১৯৭৭ খ্রিষ্টাব্দের ২৩শে সেপ্টেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!