বন্ধু
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

বন্ধু, রক্তে লাফায় রক্ত, সাদা মন

বন্ধু

খোন্দকার আমিনুজ্জামান

 

যুদ্ধ চলছে যুদ্ধ করুণাহীন ভাইরাস করোনার সাথে যুদ্ধ
অদৃশ্য এই ভাইরাসের ভয়ে গোটা বিশ্ব আজ অবরুদ্ধ।

প্রতিদিন মরছে মানুষ কাতারে কাতার
আক্রান্ত হচ্ছে আহারে হাজারে হাজার
সেরাটুকু দিয়েও মানুষ আগলাতে পারছে না এ যুদ্ধ।

এ যে বিশ্ব প্রকৃতির প্রতিনিধির প্রতিশোধ
এ যে মানুষের দাম্ভিকতা ও নিষ্ঠুরতার গতিরোধ।

মোরা যদি মানবিকতার পথে চলি
মমতা সততা একতার কথা বলি
বিশ্বাস করো বন্ধু এই মহামারি হবে রুদ্ধ।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
বাংলাদেশ
বিবেক
অন্য আলো

 

রক্তে লাফায় রক্ত

রক্তে লাফায় রক্ত আমার রক্তে লাফায় রক্ত
পদ পদবি পদক পেতে আমি হবো না ক্ষমতার ভক্ত।

যিনি লেখক শিল্পী কিংবা কবি
তিনি হবেন আঁধার তাড়ানো রবি
কপোট উত্তীর্ণ করে দিতে হলে দিবেন রক্ত।

সৃষ্টিশীলতার আনন্দে মোরা যদি হই বলিয়ান
তবে তবো সৃষ্টির তরে হবো হবো মোরা মহিয়ান
সেই ফল্গুধারায় এসো জীবন করি যুক্ত।

স্বীয় মর্যাদা অতলে অর্পণ নয়
সৃষ্টি যেন সময়ের দর্পণ হয়।

সত্য ও সৌন্দর্যের শক্তিতে এসো মোরা যুক্ত রই
আগামীর তরে যেন মোরা সময়ের দর্পণ হই
মোরা হই, হতে হবে লোভ-ভয়-বাধাহীন মুক্ত।

 

সাদা মন

আমার সাদা মনে ফাগুনের আগুন উসকে দিয়ে তুমি চলে যাবে
আমি বুঝতে পারিনি
সবে পাল উঠালাম তোমায় নিয়ে তুমি ছেড়ে দিবে হাল
আমি ভাবতে পারিনি।

আমি দিভ্ৰান্ত অশান্ত
দুঃখ কষ্টের নেই অন্ত আমি এখনও ভাবতে চাই তুমি আমায় ছেড়ে চলে যাওনি।

তুমি সরে যেও না
আমার মনে কষ্ট দিও না
তোমার সরে যাওয়ার কষ্ট আমি সইবো কেমনে
তুমি ভেবে দেখনি।

উদাসী বানাইও না পাথর বানাইও না
সোনালি স্বপ্ন আমার মাটি কইরো না।

আরও পড়ুন কবিতা-
জগা ও পিসি
স্বাধীনতার সাধ
ভোর হয়,আবার অন্ধকার নামে

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

বন্ধু

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!