বঙ্গবন্ধু শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিব
এ এফ এম মনিরুল ইসলাম তরুন
১৯২০
১৭ই মার্চ রাত ৮টায় জন্ম
ফরিদপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া,
শেখ পরিবার আলোকিত
বাবা-মা সবাই খুশিতে আত্মহারা।
১৯৪৭
ধর্মীয় ভিত্তিতে ভারত বিভাগ
কায়দে আজম জিন্না জাতির পিতা,
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
শেখ মুজিবের গুরু আদর্শিক নেতা।
১৯৬৬
শেখ মুজিব আন্দোলন সংগ্রামের
একমাত্র অধিবক্তা,
পূর্ব পাকিস্তান বৈষম্যের বিরুদ্ধে
তিনিই প্রধান প্রবক্তা।
স্বাধিকা প্রতিষ্ঠার ছয় দফা আন্দোলন
প্রাদেশিক স্বায়ত্তশাসন,
পাকিস্তান সরকার শুরু জনতার উপর
নির্যাতন নিপীড়ন।
১৯৬৮
পশ্চিমা সরকার দায়ের করেন
আগরতলা ষড়যন্ত্র মামলা,
নেতাদের ধরপাকড় অভিযান শুরু
বাসায় করা হয় হামলা।
১৯৬৯
আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থানে
আগরতলা মামলা প্রত্যাহার,
ক্ষমতার ভিত নড়ে যায় পশ্চিমাদের
নাজেহাল হয় সরকার।
১৯৭০
মুজিবের নেতৃত্বে আওয়ামীলীগের
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়,
ক্ষমতা স্বাদ ছাড়লো না পশ্চিমারা
মানতে পারলো না পরাজয়।
১৯৭১
ইয়াহিয়া ভূট্টো শেখ মুজিব দফায় দফায়
বসে আলোচনায়,
নাটকীয় আলোচনায় ঐক্য ধ্বংস
পাকিস্তানি প্ররোচনায়।
৭ই মার্চ বজ্র কন্ঠ
মুজিব দিলেন স্বাধীনতার চূড়ান্ত ডাক,
মুক্তিযুদ্ধের প্রস্তত হও
বাঙালি জাতি যার কাছে যাহাই থাক।
২৫শে মার্চ কালরাত
পাকিস্তান সেনাবাহিনী চালায় গণহত্যা,
শেখ মুজিব জানায়
ইপিবি ওয়ারলেসে স্বাধীনতার বার্তা।
শেখ মুজিবকে গ্রেফতার করে নেয়
পশ্চিম পাকিস্তান,
সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেন
ব্রিগে. রহিমুদ্দিন খান।
রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধ
৩০ লক্ষ শহিদ হোন বাঙালি,
মা-বোনেরা সম্ভ্রম হারা
কোটি বাঙালি হয় কাঙালি।
১৬ই ডিসেম্বর বীর বাঙালির যুদ্ধে
বিজয় অর্জন,
রেসকোর্স ময়দানে পাকিস্তানীরা
করলো আত্মসমর্পণ।
বিশ্ব মানচিত্রে সংযোজন হলো
নতুন এক সোনার দেশ,
লাল সবুজের পতাকায় খচিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
ধন্য ধন্য সারা বিশ্ব
শেখ মুজিব স্বীকৃত বিশ্ব নেতা,
বাংলাদেশের রাষ্ট্রপতি
বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা।
১৯৭২
১০ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে
স্বদেশ প্রত্যাবর্তন,
কোটি জনতা আনন্দ উল্লাসে ফুলে ফুলে
জানায় সম্ভাষণ।
১২ই জানুয়ারি সংসদীয় শাসন ব্যবস্থা
করেন প্রবর্তন,
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর শুরু
দেশ শাসন।
বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র
গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা,
সংবিধানে প্রবর্তন করেন মূল দাবি
যাহা করেছিল জনতা।
১৯৭৫
সকল দল বিলুপ্ত করে প্রবর্তন করেন
এক দলীয় শাসন
দেশ গঠনে উদ্বুদ্ধ হয়ে সর্বদলীয় দল
বাকশাল করেন গঠন।
১৫ই আগস্ট কালরাতে
বিশ্বাস ঘাতকদের ষড়যন্ত্রে ঘটে হত্যাকাণ্ড,
স্বপরিবারে পিতা হত্যা
স্বাধীনতায় কষাঘাত, দেশ হয়ে যায় লণ্ডভণ্ড।
স্বাধীনতা হলো অন্ধকারাচ্ছন্ন
দেশ হলো নির্জীব,
হারিয়ে গেলো জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিব।।
আরও পড়ুন কবিতা-
হৃদয় ভেঙে যায়
স্বপ্ন সারথি
নীড়হারা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
বঙ্গবন্ধু শেখ মুজিব