ফকির-শরিফুল-হক
লেখক পরিচিতি,  সাহিত্য,  হাকিমপুর,  হাটখালি

ফকির শরিফুল হক

ফকির শরীফুল হক ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম তাঁর পৈতৃক নিবাস।

পারিবারিক জীবন: ফকির শরীফুল হক হাকিমপুর ফকির বাড়ির সন্তান। পিতা মো. হবিবুর রহমান ফকির এবং মাতা সালেহা বেগম। বাবা কৃষক আর মা গৃহিণী। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

তিনি একই উপজেলার চরদুলাই গ্রামের রিক্তা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহরিয়ার হক রিদান নামে এক ছেলে সন্তান রয়েছে তাঁদের।

শিক্ষাজীবন: ফকির শরীফুল হকের পড়াশোনার হাতেখড়ি হয় হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ২০০০ খ্রিষ্টাব্দে সরকারি ডা. জহুরুল কামাল কলেজ থেকে বাণিজ্য অনুষদে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সরকারি এডওয়ার্ড কলেজে ২০০০-২০০১ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং ২০০৪ খ্রিষ্টাব্দে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স সম্পন্ন করেন। ২০০৭ খ্রিষ্টাব্দে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টস এ্যান্ড ফাইনান্সে ২০১১ খ্রিষ্টাব্দে এমবিএ সম্পন্ন করেন।

আরও পড়ুন জাহাঙ্গীর পানু

কর্মজীবন: ১০০% রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান ল্যান্ডমার্ক গ্রুপে একাউন্টসে চাকুরি জীবন শুরু করেন। বর্তমানে তিনি আলিফ গ্রুপে একাউন্টস এন্ড ফিন্যান্সে সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

লেখালেখি: তিনি নিয়মিত বিভিন্ন অনলাইন মাধ্যমে লিখে চলছেন।

প্রকাশনা:

কাব্যগ্রন্থ:

  • সত্যের ভোর (২০২২ খ্রি.)

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!