প্রণয়
প্রণয়
স্টেশন পাড়ায় হৈচৈ
গাড়ি এসে দাঁড়ালো প্লাটফর্মে;
আমিও উদ্যত
পুরাতন গৃহকোণ ভেঙে নতুনের পথে…
পশ্চাতে থেকে গেলো অমিমাংসিত অনেক কারণ।
দেখা হলো
ওঠা-নামার ব্যস্ত সময়ে,
ওছিলো রবীন্দ্রনাথের মহামায়ার মতো কাঁচা সোনার প্রতিমাতুল্য,
শরতের রোদের মতো দীপ্ত ও নীরব;
কিছুটা বদলেছে আজ বিষাদিত স্মৃতির আঁচড়ে,
তবুও লাবণ্য-প্রভা ছেয়ে আছে যেনো ভাঙা চাঁদের শরীরের মতো-
এখনো কাছে পাবার মৌন কোলাহল
নড়ে ওঠে মনের ভুবন।
হাসির আড়ালে লুকালো দীর্ঘশ্বাস
চোখের কোণে জড়োসড়ো প্রত্যাশার ভাঙাভাঙা ছবি,
যেনো নিভু নিভু প্রদীপের পাণ্ডবর্ণ ছায়া।
রুপে নেই দারিদ্রের ছাপ
দুচোখে এঁকেছে ধূসর বসন্ত-কাজল!
শিরদাঁড়ায় বেড়ে ওঠা অবাধ্য বিরহ ব্যথায়
কখনো কি পড়বে না মনে প্রণয়ের দিনগুলো
কৃষ্ণচূড়া পথে
জোছনার অভাবী আলোয়?
ট্রেন ছেড়ে দিলো….
ফেরারি নদীর জলে যোগ হলো একফোঁটা জল।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
প্রণয়