প্রণোদনা
ছড়া,  সাহিত্য

প্রণোদনা

প্রণোদনা

জাহাঙ্গীর পানু

 

সকাল বেলা চেয়ারম্যান সাহেব
বলল সবার শানে।
প্রণোদনা দেবো আমি
বিলিয়ে সবার মাঝে।

কেউবা পাবে নগদ টাকা
কেউবা পাবে চাল।
কেউবা আবার কাপড় চোপর
কেউবা পাবে ডাল।

মনির বাপ শুনিয়া কহে
প্রণোদনা কী?
সব বুঝিয়া বলল শেষে
রিলিফের মতোনই।

চামচারা কয় কাগজপত্র
লাগবে সবারই।
ভোটার আইডি বয়স্ক কার্ড
যার যা আছে নি।

কাগজপত্র দিল সবাই
চেয়ারম্যানের হাতে।
খরচাখরচ হলো কিছু
ফটোকপিতে।

চামচারা কয় উপজেলায়
খরচাপাতি আছে।
একশত করে টাকা সবাই
দাও আমার কাছে।

সপ্তাহ গিয়ে মাস এলো
দুই মাস গত হলো।
প্রণোদনা পায় না কেহ
ক্ষুধায় কষ্ট পেলো।

চামচারা কয় অফিসে
কাজ যে আছে খুব।
দেরি একটু হচ্ছে তাই
থাকো সবাই চুপ।

ঘুরতে ঘুরতে বুঝলো সবে
আশা অনেক দূরে।
চেয়ারম্যানের যাচ্ছে বেশ
শহর নগর ঘুরে।

খোঁজ খবর নেইকো কারো
চামচারা সব উধাও।
প্রণোদনা পাবে নাকি
চিন্তায় পায়না ঠাও।

একদিন ভোরে ঘুম ভেঙ্গে
শুনলো সবাই হায়!
চেয়ারম্যানকে ধরছে পুলিশ
নিয়ে গেছে থানায়।

মামলা তার উঠলো কোর্টে
দিন যে হলো রাত।
প্রণোদনার মাল চুরির দায়ে
খাচ্ছে জেলের ভাত।

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

প্রণোদনা

Facebook Comments Box

আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!