প্রগতির গতি, স্বপ্ন, শিউলি সুবাস, কষ্ট
প্রগতির গতি
প্রগতির গতি এনে এসো আলোর খেলা খেলি
ভোরের সূর্য এনে এসো আঁধার ভেঙে ফেলি।
আঁধার এলো বলে গলা ভাঙতে পারি তাতে আঁধার কাটবে না
আলোর খেলা খেলে যদি আলো জ্বালাতে পারি তখন আঁধার টিকবে না।
এসো সত্য পথে চলি মিথ্যা ছুড়ে ফেলি।
মানবিকতা সাহসিকতা এ নহে কথার কথা
এ যে আলো ত্যাগের কথা ছড়িয়ে দেই যথা তথা
তবেই ফুটবে যে ফুল গোলাপ বেলী।
আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
ভালোবাসার গ্রাম
হৃদয় ভেঙে যায়
কবি ও কবিতা
সাবাশ বাংলাদেশ
স্বপ্ন
একটা স্বপ্ন এসে মিষ্টি হেসে আমার ঘুম গুম করে যায়।
ও তার রঞ্জন আমার দু-নয়নে মধুর মাধুরী ছড়ায়।
ঘুম সেই যে গুম হলো সারা রাত ফিরে এলো না
সাদাকালো স্বপ্ন আমার পিছু ছাড়লো না
সেই স্বপ্ন দেখে দেখে হৃদয় আমার খুন হয়ে যায়।
দরদী স্বপ্ন আমায় পেয়ে বসেছে
মনে হয় সে আমায় ভালোবেসেছে।
হাতছাড়া হয়ে যাওয়া বন্ধু স্বপ্নে এসেছে
বড়ো বেশি ভালোবেসে কাছে টেনেছে
ও তার মধুর মধুর সেই যে আবেগ আমারে কাঁদায়।
শিউলি সুবাস
এ জীবনে প্রথম পেলাম শিউলি সুবাস ফুল
বুকের ভিতর মন পকেটে রেখে দিলাম
বারে বারে হয়ে যাই আকুল।
সেই থেকে হৃদয়পুরে ডানা মেললো নব নব প্রীতি
সুরে সুরে ছড়িয়ে দিলাম শিউলি সুবাস গীতি
এই দ্যোতনার নাই সীমানা নাইরে তার কুল।
বুকে আছে শিউলি সুবাস বারো মাস চলে
আকাশের তারার মতো মিটি মিটি জ্বলে
বারে বারে আমি তাই হয়ে যাই আকুল।
কষ্ট
দুঃখকে ভালোবেসে আমি কষ্ট তাড়াবো
কষ্টের রূপান্তরে আমি ভালোবাসা ছড়াবো
আমি ভালোবাসা বাড়াবো ।
একটা কষ্ট শিখিয়েছে আমার ভালোবাসার কতো দাম
তাই তো ভালোবাসা বাড়িয়ে দিবো আসমানের সমান
ভালোবাসা দিয়ে আমি জীবন রাঙাবো।
যাপিত জীবনে যদি আসে ঝড়
ভালোবাসা দিবো তারে করবো নারে পর
সেখান থেকেই উত্তরণের উত্তম পথে পা বাড়াবো।
ভোগের চেয়ে ত্যাগ বড়ো জ্ঞানী লোকে কয়
ত্যাগের ভালোবাসা জীবনে গেঁথে রয়
তাই তো তারে হৃদয়ে রাখিয়া বার বার দেখিয়া
ভালোবাসা বাড়াবো।
আরও পড়ুন কবিতা-
স্বাধীনতার সাধ
গাজনার বিল
মেঘে যতো জল
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
প্রগতির গতি