পাপ, মানবতার ঢাল, গোরু
পাপ
এ এফ এম মনিরুল ইসলাম তরুন
পাপের ভয় নাই বলে, পূণ্যের আগ্রহ এত কম
এমন মানসিকতা না ছাড়লে, ধরবে কিন্তু যম।
কীসে কখন পাপ হয়, জানবে তুমি কেমনে?
পাপ বোধ অন্তরে রেখে, এগিয়ে চল সামনে।
হাজারো কাজের মাঝে, লাগবে পাপের ছোঁয়া
নমনীয়তায় জীবন চালাও, নাও সবার দোয়া।
নবী রসূল পয়গম্বর, সবাই চলেছে অতি ভেবে
যদি কখনো কিছু ভুল হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে।
পাপীও ভাবে পাপ কাজে, হচ্ছে না কোনো ভুল
যা করছি ঠিক করছি, সবই হচ্ছে নির্ভুল।
এমনি ভাবে অবহেলা করে, করছি সবাই পাপ
এখনো সময় আছে, শুধরে পথে আসো বাপ।
হালাল রুজি ন্যায়ে চলো, করো আল্লাহর বন্দেগী
দুনিয়ার সুখে এমন কিছু, করো না হয়ে আবেগী।
সময় থাকতে তওবা করো, ধরো পাঞ্জেগী নামাজ
হাত তুলে মোনাজাত করো, বাঁচাও এই সমাজ।
আরও পড়ুন এ এফ এম মনিরুল ইসলাম তরুনের কবিতা-
কেয়ামত
ইউনিয়ন মানিকহাট
অনন্য বাতিঘর
মানবতার ঢাল
আল্লাহ বলো, খোদা বলো কিংবা বলো ঈশ্বর
সৃষ্টিকর্তা একই যে, জানা সবার অন্তর।
স্বল্পকালীন দুনিয়ায় তোমার এতো বাহাদুরি
স্বার্থ নিয়ে বিবাদ করো, করো কাড়াকাড়ি।
ভেবছি কি কখনো অন্য জগতের কথা
ইহকালে বিদায় শেষে থাকতে হবে যেথা।
মানুষ সৃষ্টি যতকিছুই, তৈরিতে অতি কদর
এসবের স্থায়িত্ব হয় যেন দীর্ঘ শত বছর।
নিজের আয়ূ কতদিন জানা যখন নাই
নিজ সৃষ্টি জিনিস নিয়ে চিন্তা কেন ভাই?
ধনদৌলত অর্থ কড়ি স্বজনেরা, সবই হবে গত
পরবর্তী বংশধর সম্পদ নিয়ে হবে ক্ষত বিক্ষত।
মিছে এই দুনিয়ায় আছো তুমি ক্ষণিককাল
কবরেতে খাবে তোমায় সাপ বিচ্ছু শৃগাল।
শেষবিচারে নিজেকে যদি রক্ষা করতে চাও
পরকালের সম্পদ করো, যদি সময় পাও।
ধর্মকর্ম আচার আচরণ, হোক সুন্দর চিরকাল
মানুষ মানুষে সম্প্রীতিই হোক “মানবতার ঢাল”।
গোরু
গোরু মোদের মা তুল্য
পান করি সবাই দুগ্ধ
শিশু কৈশোর যৌবন
বার্ধক্য সবাই মোরা মুগ্ধ।
নাঙল জোয়াল জমি চাষ
কখনো টানে গাড়ি
অবলা পশু ক্লান্ত যখন
চালক মারে বারি।
আখ মাড়াইও করতে হয়
জোয়াল দিয়ে কাঁধে
কুলুর ঘাইন টানে যখন
চোখ দেয়া হয় বেঁধে।
এত কিছু করার পরেও
গোরুর অকাল পরিণতি
তাহার মাংস ভক্ষণ করা
ধর্মীয় শাস্ত্রীয় রীতিনীতি।
গায়ের চামড়া ছিঁলে
আবার ডুগডুগি বাজাই
ফ্যাক্টরিতে প্রসেস করে
পায়ের জুতাও বানাই।
এমন নিয়ামত মানুষের
দিয়েছেন সৃষ্টিকর্তা
পশুর ন্যায় ত্যাগী হও
ইহাই আল্লাহর বার্তা।
আরও পড়ুন কবিতা-
কবিতার জমিনে
ধূসর স্মৃতি
শ্রদ্ধাঞ্জলি
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
পাপ