পান পেয়ালা শূন্য, নৈতিকতা প্রশ্নবিদ্ধ
পান পেয়ালা শূন্য
উজান চরে বসত করে নদী পাড়ের ভৃত্য
নেই যে তাদের বসত বাড়ি নেই যে আহার নিত্য ;
চারপাশে’তে থৈ থৈ পানি
কানে ভাসে কলকল ধ্বনি-
নদী পাড়ে আচড়ে পড়ে শ্রাবN মেঘের দৈত্য
বাঁচার আশায় টঙের মাচায় বাস করে অগত্য…।
ভাটির গাঁয়ে যাচ্ছে মাঝি পাল তুলে নৌকায়
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে সুরের মূর্ছনায় ;
ব্যস্ত মাঝি বৈঠা হাতে
যাত্রী নামায় ঘাটে ঘাটে-
এপাড় ভাঙে ওপাড় গড়ে কালের ইশারায়
কুল খুঁজে পায় জীবন নদী ভাটির মোহনায়…।
বনের পাখি বনেই মানায় সুখ সে কি পায় অন্য
সাগর ভরা জল তবু তার পান পেয়ালা শূন্য ;
সুখ খুঁজেছি লোনা জলে
সাত-সমূদ্র দুঃখ ভুলে-
সারা জনম বাইলাম ও মন ঘাটে ঘাটে পন্য
না পেলাম মন পারের কড়ি আমি এক নগন্য…।
আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
অচিন পাখি
শহুরে ছোঁয়া
শূন্যতা
নৈতিকতা প্রশ্নবিদ্ধ
এ কেমন বিপর্যয়কাল দুয়ারে হয়েছে খাড়া,
মানুষ আজিকে মনুষ্যত্বহীন ন্যায়-নীতিবোধ হারা।
মাতালে করে মাদক দমন লাজে মরি হায় আজ,
ধর্ষণকারীর হাতেই ন্যস্ত ধর্ষণ বিচার কাজ !
ভন্ড সাধুর হাতে দেখছি সংস্কারের মূল চাবী,
দুর্নীতিবাজ মুখে শোনায় শুদ্ধতার জোর দাবী !
দেউলিয়া যে তারই হাতে সম্পদের ভান্ডার,
সুযোগ বুঝেই ধনরত্ন সে করছে আজ পাচার!
গর্হিত পাপ করেও লোকে সাজে সাধুর সাজ,
সত্যের উপর মিথ্যা চাপিয়ে করছে রে বসবাস।
যদি কখনো ভুল বসত: বাড়া ভাতে পড়ে ছাই,
দায় এড়াতে বলতে শুনি আমার সাথে সে নাই।
নিজের দোষকে চাপা দিতে সাজে দেশ-দরদী,
কারণ ছাড়াই শত প্রাণেতে ঝরায় রক্তের নদী।
জোড়পূর্বক লাখো প্রাণকে করে ওরা ঘরহারা,
তবু ওদের হাতেই ওঠে নোবেলজয়ী ফুলতোড়া!
এ কেমনতর বিচার আজিকে দেখছি বিশ্বময়…
শান্তিতে নোবেল প্রাপ্তির দূতও জগতের বিস্ময় !
আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
পান পেয়ালা শূন্য