কবিতা,  সাহিত্য

পাখিদের কথা

পাখিদের কথা

আলী হাসান

 

 

গিয়েছিলাম আমি পাখিদের কাছে
শুনলাম কথা কত!
শুনেছি শুধু? দু:খ পেয়েছি
হৃদয় হয়েছে ক্ষত।

 

এক পাখি এসে বলছে ডেকে
শোনরে শোন পাখি,
মানুষই তো বলে আমাদের নাকি
খুব সুন্দর আখি?

 

যদি গান গাই, এই গান শুনে
কবিতা ছন্দ তোলে,
ওদের স্বার্থে তবে কেন ভাই
আমাদের তারা ভোলে?

 

মোরা কি মানুষে এতো ক্ষতি করি?
সুন্দর দেই বুলি,
নিষ্ঠুর মানব তবে কেন এসে
আমাদের করে গুলি?

 

আমি যে কোকিল কুহু কুহু গাই
বসন্ত দেই নাড়া,
বংশ বাড়াতে পর বাসা যাই
একটু ভাবেনা তারা।

 

কাকের বাসায় ডিম পাড়ি আমি
ভালোবাসি কাক ভাই,
মানুষের মাঝে এতো হানাহানি
ভালোবাসা কেন নাই?

 

কলকাকলিতে মূখর থাকি
যখন যে হয় ভোর,
বিপদ বোঝেনা মানুষ বোকায়
হচ্ছে অনেক চোর।

 

চল পাখি সব শুকরিয়া গাই
মানুষ হইনি যবে,
মানুষের চেয়ে বোকা কিছু নেই
ত্রাস কিছু নেই ভবে।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!