পল্লী চিকিৎসক আব্দুর রশিদ
পল্লী চিকিৎসক আব্দুর রশিদ
পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের সর্বোজন শ্রদ্ধেয় পল্লী চিকিৎসক আব্দুর রশিদ গতকাল দিবাগত রাত ১১:২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাটখালী ইউনিয়নে তিনি একজন সুপরিচিত ও সুন্দর মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকাবাসী একজন গুণী ব্যক্তিকে হারাল।
নব্বইয়ের দশক থেকে তিনি গ্রামের মানুষের সেবা করে আসছেন। আশেপাশের গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র উল্লেখযোগ্য পল্লী চিকিৎসক। অসুস্থতায় গ্রামের মানুষের একমাত্র আশ্রয়স্থল। এলাকার মানুষের কাছে তিনি রশিদ ডাক্তার নামে পরিচিত ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে হাটখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (বিএনপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কামালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও সহধর্মিণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে