আজকাল,  শোলাকুড়া,  হাটখালী

পল্লী চিকিৎসক আব্দুর রশিদ

পল্লী চিকিৎসক আব্দুর রশিদ

 

পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের সর্বোজন শ্রদ্ধেয় পল্লী চিকিৎসক আব্দুর রশিদ গতকাল দিবাগত রাত ১১:২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

হাটখালী ইউনিয়নে তিনি একজন সুপরিচিত ও সুন্দর মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকাবাসী  একজন গুণী ব্যক্তিকে হারাল।

 

নব্বইয়ের দশক থেকে তিনি গ্রামের মানুষের সেবা করে আসছেন। আশেপাশের গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র উল্লেখযোগ্য পল্লী চিকিৎসক। অসুস্থতায় গ্রামের মানুষের একমাত্র আশ্রয়স্থল। এলাকার মানুষের কাছে তিনি রশিদ ডাক্তার নামে পরিচিত ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে হাটখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (বিএনপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি  কামালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও সহধর্মিণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!