নীল কষ্ট
নীল কষ্ট
জাহাঙ্গীর পানু
শুভ্র নির্মল ডানামেলা পাখির মতো
আকাশে উড়িনি কখনো,
শরতের শুভ্র সাদা মেঘ যেথায় ভেসে বেড়ায়।
নদীর ঢেউয়ের কলতান শুনিনি কখনো
হংস যুগল যেথায় আপন মনে ভেসে বেড়ায়।
পুষ্পিতা,
দুর আকাশের চাঁদকে কাছে পাওয়া হয়নি কখনো,
সূর্য যাকে আপন মনে নিজের আলো বিলিয়ে দেয়।
ছোয়া হয়নি আরো দুর আকাশের কোনো নক্ষত্রকে,
আকাশ যাকে আপন মমতায় নিজের বুকে আগলে রাখে।
তোমার স্পর্শে নদী তীরে পথচলা হয়নি কখনো
শুভ্র বসনা কাশফুল যেখানে পাখিদের সাথে মিতালী করে।
আমার ভালবাসার লাল গোলাপ
পড়ন্ত বেলার রোদে শুকিয়ে গেছে।
তোমার দেয়া ছলনার স্পর্শ আমি অনেক যত্নে
নীল খামে জড়িয়ে রেখেছি।
ফিরতি খামে কি করে পাঠাবো বলো?
বকুলের মালা শুকিয়ে অনেক আগেই ঝরে পড়ে গেছে।
ঝরা শিউলি বকুলের মালা সবাই খুব স্বযত্নে ভালবাসার
পরশ মেখে রেখে দেয়। কিন্তু-
যে ফুল সারারাত সুগন্ধ বিলিয়ে প্রাতে ঝরে পড়ে
ভ্রমর মনের ভুলেও সে ফুল থেকে মধু নেয় কী?
উদ্ভ্রান্ত পথিক কি কখনো পথের কষ্টকে কষ্ট মনে করে?
আমার শ্রান্ত কূজনে কত নির্ঘুম রাত পার করেছি-
একলা অভিসারে।
তবুও তোমার পানে চেয়ে আমি কখনো-
নিমন্ত্রণ চাইনি।
তোমার দেয়া নীল ভালোবাসা আমি খুব যত্ন করে হৃদয়ের মনিকোঠায় রেখে দিয়েছি।
যে ভালবাসা নীল কষ্ট হয়ে সারাক্ষণ আমায়
বুকের গহীনে উঁকি দেয়।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে