নীলপদ্ম
কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

নীলপদ্ম, নতুন সূর্যের ভোর

নীলপদ্ম

জিন্নাত আরা রোজী

আমি শ্রাবণ হয়ে তোমার কাছে এসেছিলাম
একগুচ্ছ কদম খোঁপায় গুঁজে
বৃষ্টিতে ভিজব বলে সাদা শাড়ি অঙ্গে জড়িয়ে।
কৃষ্ণচূড়ার মতো লাল রঙে আঁকা ছিল আমার অধর
চোখে লেপ্টে কাজল এঁকেছিলাম,
শুধু তুমি দেখবে বলে, শুধু তুমি।

একটু আদর, একটু অভিমানের ছোঁয়া নিতে
ভালোবেসে নতুন নামে ডাকবে বলে
অপেক্ষায় ছিল এ কাতর হৃদয়,
কিন্তু তোমার হৃদয় মন্দিরে ভালোবাসার সঞ্চার হলো না।

আমার রূপমাধুরীতে সেই দিন
আসমান জমিন জেগে উঠেছিল;
কিন্তু তোমার প্রেমময় বক্ষ জাগেনি,
কারণ তুমি মুখোশ পরা দেশের মানুষ।
তোমাকে না পেলে জীবন্ত লাশ হব না,
বরং বৃষ্টিভেজা বেলীফুলের মতো সৌরভ ছড়াব।
জলজ্যোৎস্নার ছবি হয়ে আসব ভাঙা নদীর বুকে
তুমি কি পারবে কাদাজল পেরিয়ে আমার জন্য দুটি নীলপদ্ম আনতে?

আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
হেমন্তের বিকেল
অলিখিত কবিতা
কবে আমার হবি

 

নতুন সূর্যের ভোর

তুমি চাইলেই একখণ্ড মেঘ হয়ে ছায়া দেব তোমায়,
রোদেলা দুপুর দেবে না হানা,
তুমি চাইলেই সরল খোয়াবে জড়িয়ে রাখব তোমারে,
তুমি চাইলেই নিশি জেগে ভালোবাসায় ভরে দেব তোমার হিয়া।
অনাদর, অবহেলা স্পর্শ করবে না তোমার চারিপাশ!
তুমি চাইলেই অনাদরে বেড়ে ওঠা বন্যফুল সুবাস ছড়াবে,
নীলাকাশ ভরে যাবে সোনালি তারায়, তারায়,
তুমি চাইলেই মরা পাতা ঝরে নতুন ফুল ফুটবে গাছে,
ঘোলাটে মেঘ কেটে উঠবে নতুন সূর্যের ভোর।
তুমি চাইলেই রঙধনুর সাত রঙ হয়ে,
বেলা-অবেলায় প্রতিটি মুহূর্তে রাঙাবো তোমায়।
তুমি চাইলেই খুশির জোয়ারে ভাসবে জীবনের ভেলা।
গায়ে লাগবে বেলীফুলের সুবাসিত হাওয়া।
তুমি চাইলেই সন্ধ্যাপ্রদীপ হয়ে
জীবনের প্রতিটিক্ষণে আলো হয়ে জ্বলব তোমার পাশে।
তুমি চাইলেই সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ব তোমার বুকে।
তোমার ঠোঁটে চুম্বন এঁকে এনে দেব নতুন সূর্যের ভোর।
তুমি চাইলেই পবিত্র কোনো রাতে তোমার বুকে মাথা রেখে পাড়ি দেব অনন্তকালের যাত্রায়।

আরও পড়ুন কবিতা-
সাদা মন
স্মৃতি ছায়া
বসন্ত কোকিল

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

নীলপদ্ম

Facebook Comments Box

জিন্নাত আরা রোজী মূলত একজন কবি। এ ছাড়াও তিনি গল্প ও ছড়া লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: কবিতায় মনে পড়ে, অভিমান বেঁচে থাক, একমুঠো স্বপ্ন। জিন্নাত আরা রোজী ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের খান পরিবারে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!