নিঃসঙ্গতা
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

নিঃসঙ্গতা

নিঃসঙ্গতা
জাহাঙ্গীর পানু

তোমাকে তুমি বলার অধিকারটি দাওনি কখনও
আচমকা কোন এক মধ্য রাতে
তোমার দরজায় কড়া নেড়ে ডেকেছিলুম তুমি বলে
নিবিড় একনিষ্ঠ চিত্তে তাকিয়েছিলে অনেকক্ষণ
রাগ না অভিমান বুঝতে পারিনি সেদিন
তারপর থেকে একটু আধটু করে তুমি বলা শুরু
আসলে উদ্ধত যৌবনের দিনগুলোতে
সমবয়সী কোন রমণীকে তুমি বলার মধ্যে
মনের ভিতরে অসম্ভব ভাললাগা কাজ করে
সেটা বর্ণাতীত ব্যাপার।
তারপর কেটে গেছে অনেকদিন
স্বপ্নের মায়াজাল বোনা বেদনাতীত দিনগুলো
কল্পনায় ভাসিয়ে নিয়ে গেছে বহুদূর
পৌরাণিক চরিত্রের কাল্পনিক নায়কের মতো
সুবিশাল প্রশস্ত দুবাহু ছড়িয়ে ডেকেছি
উন্মুক্ত বক্ষে জড়িয়ে নিয়েছি মৌমিতার সুগন্ধি
তোমার শরীরের সোঁদা গন্ধে হারিয়ে গিয়েছি
ক্ষণকালের জন্য।
এমন সুগন্ধ পৃথিবীতে কোন ফুলের মধ্যে
আমি খুঁজে পাইনি।

অবারিত সে দিনগুলোর কথা
আজও মনে পড়ে বিরহী সুরে।
গভীর রাতে ঘুম ভেঙ্গে দেখি শুক্লা দ্বাদশীর চাঁদ
একরাশ সোনালী জোস্না ছড়িয়ে
নিঃসঙ্গ একাকী বসে আছে দূর আকাশে
অভিমানী তারাদের সঙ্গী করে।
দুচোখের সীমানা অতিক্রম করে মনের চোখ
চলে যায় আরো দূরে বহুকাল দূরে
যেথায় আমরা দুজন ছিলাম
ভালবাসার রঙমহলে অনাদিকালের প্রবৃত্ত চিত্তে
আজও সময়ের কল্পনায় স্পষ্ট শুনতে পাই
তোমার পায়ের পদধ্বনি ।
তোমার শরীরের উত্তপ্ত নিঃশ্বাস খুঁজে ফিরি
পথচলার মাটির সোঁদা গন্ধে।

আরও পড়ুন কবিতা-

প্রার্থনা

লাল সূর্যটা নাও

শুধু দীর্ঘ শ্বাস ফেলি

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

নিঃসঙ্গতা

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!