কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

নতুন জলের ঘ্রাণ

নতুন জলের ঘ্রাণ

___// ফজলুল হক

 

পথটি ছিল অভিন্ন
বেড়ে গ্যাছে দূরত্ব;
মনে পড়ে?
অযুত অভিমানে
মুখ লুকিয়ে অপেক্ষা করতে একটা চেনা কণ্ঠস্বরের জন্যে,
সোনালি স্বপ্নের হাতছানিতে
তোমার তুমিতে নতজানু হয়েছো যতো,
মহাকালের স্রোতে পাশে ডেকে তারচেয়ে বেশি করেছো ঋণী।
ইদানীং হোঁচট খাই
অথচ এ পথেই একদিন পদধাপ ফেলতাম তোমারই নামে।

 

পুরাতন কাঁথার নকশী সুতোর ঘ্রাণ
তোমাকে আর আকৃষ্ট করে না,

নতুন জলের ঘ্রাণে উড়িয়ে দিয়েছো রঙিন পাল।
ভুল করে হয়ত ভুলে গ্যাছো সেই দিনগুলোর কথা-
অনিদ্রার অযুহাতে
জেগে জেগে তারা গুনতে বর্ধিত ভালোবাসার নামে,
মান ভাঙাতে জড়িয়ে দিতে অনুরাগের কোমল ছোঁয়া।

সেই তুমি
কী এক ব্যগ্রতায় রচনা করেছো মুক্তির নীল স্মারক!

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

নতুন জলের ঘ্রাণ

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!