দৃষ্টিকোণ
কবিতা,  সাহিত্য

দৃষ্টিকোণ

দৃষ্টিকোণ

রকিবুল হাসান

 

কেন আঙ্গুল তুলে তার দিকে দাও
ধর্ষিতা বলে ধিক,
সে তোমাদেরই কারো লালসার বলি
হারা হয়েছে দিক।

যদি স্বাধীনতা কালে ধর্ষিতাদের
স্বীকৃতি দিতে পারো,
ওদেরও তবে জীবন যুদ্ধের
বীরাঙ্গনা বলো ।

কেন সমাজে ওদের ছোট করে ভেবে
ঘৃণার চোখে দেখো ?
তুমি ধর্ষণ শেষে, নিজে সাধু সেজে
ধর্ষিতা বলে ডাকো !

তারে সমাজ থেকে ছিন্ন করেই
তুমি হচ্ছো নেতা,
এই ধর্ষণ নিপাতে ব্যর্থ প্রধান
তবে তুমি ধর্ষিতা ।

কেন শ্লীলতাহানি মৃত দেহটাকে
আবার মারতে চাও,
সমবেদনার ছায়াতলে রেখে
বাঁচতে ওদের দাও ।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!