তোমার ভালোবাসায়, ভালোবাসার প্রতিদান, বেদনার দান
তোমার ভালোবাসায়
অবচেতন মনে
অতি গোপনে নন্দন কাননের প্রত্যাশায়,
ছিল ক্ষণে ক্ষণে
অস্ফুটকলি ফুটিবে সুবাসি ভালোবাসায়!
সেই হতে প্রাণ
করে আনচান কোথায় বাঁধিয়া নিবাস,
আমারই পরাণ
প্রসারি আঁচল প্রতীক্ষিত দীঘল কেশপাশ,
হইয়া এলোকেশী
আমাকেই ভালোবাসি বলিবে এ বুকে আয়,
ষোলকলায় পূর্ণিশশী
উতলা সিন্ধু দু’কূল ছায়ে মিলিবে মোহনায়!
তৃষিত হিয়া
ডাকিয়া প্রিয়-প্রিয়া বসন্তরাগে ঝিলিমিলি,
কাঁদে বিরহিয়া
তুমি এলে হেথায় অব্যক্ত শ্যেনের ডানা মেলি!
কপোত কপোতি
দেখিয়া মাতামাতি লাজেতে লুকায় বনে,
না পোহাতেই রাতি
নিজকে পেলাম কঙ্কালসার কবরস্থানে!
ঝরে কি আঁখি
অর্পিত পাখি যাহাকেই দিয়েছিলে জীবন,
করিয়া চালাকি
তাহারই সমাধিতে হেয়ালি পুষ্প অর্পণ!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
রেখে যাই এ হৃদয় আমার
তাহার ভালোবাসায়
বসন্ত কোকিল
তুমিই শিখালে ভালোবাসিতে
ভালোবাসার প্রতিদান
ভালোবাসা
জীবন আশা মানবের মনে,
বেঁধে বাসা
লেনা দেনা করে তার সনে।
নেয় বেশি
বাজে বাঁশি দানেতে কৃপণ,
হয় শশী
অন্যথা সাজে সাজাতে গগন!
ভাঙে নীড়
নিয়তির শিরে দোষ রেখে,
ধরণির
অন্য বাগে আপনারে দেখে!
যে যেথা
যায় সেথা সান্ত্বনার বাণী,
অযথা
দাঁড়ি কমা করে টানাটানি!
অবিরাম
নয় বিরাম ভাটাতে নদী,
অভিরাম
অভিমানে কাঁদে নিরবধি!
যেই বুক
হারা সুখ মহাশূন্যতায়,
চির দুখ
বালুচরে নাচে মরীচিকায়!
ভালোবাসে
কাছে আসে অবাঞ্ছিত ঘৃণায়,
অবশেষে
যায় চলে ঘামে হিমালয়!
হয় চেনা
সুরঞ্জনা বিরঞ্জক পাষাণ,
দিয়ে হানা
স্বপ্ন ভেঙে করে খানখান!
বেদনার দান
অফুরান
এ পরাণ বিদগ্ধ যদিও প্রেমে,
লহো দান
বিবাগী যা আছে হৃদয়ে জমে!
তুমি ভুলে
যাও চলে আলেয়ার আলো,
তাই ফুলে
শিশিরে করো ঝলোমলো!
মুক্তো দানা
ভেবে সোনা ভুল করে বসি,
সুনয়না
অবয়ব হেরে বলি ভালোবাসি!
হয়তো মেকি
হও জোনাকি আকাশি তারায়,
দাও ফাঁকি
নিয়ে প্রাণ ধূসরিত ধুলায়!
সেই ফাঁকি
তুলে রাখি মমতার তীরে,
যদি আঁখি
ভেজে ফের ভাঙা এ নীড়ে!
বেদনা
আপনা সতত আপন করে রাখি,
ঠিকানা
পরাণেই পরাণের প্রাণপ্রিয় পাখি!
রাখি তারে
স্মৃতি ঘিরে ভুলিতে না পারি,
আরবারে
উঁকি দেয় সেই তরবারি!
খানখান
করে প্রাণ ফিনিক্স পাখি,
পেরেশান
করে যাই বাগে বাগে ডাকি!
আরও পড়তে পারেন কবিতা-
সম্পর্ক
রম্য কবিতা
মেয়ের তকমা
একমুঠো রৌদ্র
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
তোমার ভালোবাসায়