যদি-তুমি-চাও
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

তুমি যদি চাও

তুমি যদি চাও

জাহাঙ্গীর পানু

 

হরিণ নয়না আঁখি তোমার আর মেঘবরণ চুল
স্বচ্ছ কালো দীঘির জলের ফোটা পদ্ম ফুল,
মেঘবরণ কালো কেশে দিয়ে রাঙা বুনোফুল
কর্ণে তোমার শোভা পাবে ঘাসফুলের দুল।

যদি চাও,
গভীর রাতে নির্জন দ্বীপে প্রদীপ হাতে যাবো
ঝিনুক কুড়ে মুক্তো এনে তোমার হাতে দিবো,
রঙধনুর সাত রঙের মালা গলায় পড়াবো
আকাশ থেকে তারা এনে কপাল সাজাবো।

যদি চাও
অথৈ সাগর পাড়ি দিয়ে বাণিজ্যিতে যাবো
হিরা-মানিক জহরতের গহনা এনে দেবো
কৃঞ্চচূড়ার রঙে তোমার হাতটি রাঙাবো
চন্দ্র হতে জোছনা চেয়ে তোমাকে দিবো।

তুমি চাইলে,
নিশাচর পাখি হয়ে তোমার পানে রবো
প্রভাত ফেরীর পাখি হয়ে ঘুম ভাঙাবো,
হেমন্তের সোনাঝরা শিশিরসিক্ত সকাল
কনকনে পৌষে দিবো রৌদ্রমাখা বিকাল।

যদি চাও,
চৈত্র দিনের সুর্যস্নানে তপ্ত দুপুর গিয়ে
এক পশলা বৃষ্টি দিবো মেঘদূত হয়ে,
বৃষ্টিস্নাত সারাটিদিন অলস সময় শেষে
এক চিলতে রোদ দিবো রাঙা সুর্য দিয়ে।

যদি চাও তুমি,
অষ্ট প্রহর হেটে যাব হোকনা অনেকদূর
গঞ্জে থেকে আনবো কিনে ভালবাসার নূর,
পদ্মবিলের রাঙা পদ্ম তোমায় দিতে চাই
বাদল মুখর রজনীতে তোমার কাছে পাই।

আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
অগ্নিশ্বর
প্রশ্ন তোমাকে
প্রেমের পদ্য
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

 

Facebook Comments Box

আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!