টুনটুনি, একটি স্বপ্নের মৃত্যু
টুনটুনি
টুনটুনি তোমার টুনটুন শব্দ
আমার ঘুমঘুম ভাবকে
দূর করে দেয় ধীরে ধীরে –
তোমার অদ্ভুত চঞ্চলতা
আমাকে মুগ্ধ করে সারাক্ষণ,
সবুজ পাতার আড়ালে
তোমার বাসার সন্ধান
আমি জানি,
চিকচিক যুগল ছানার
ক্ষুধার্ত চিৎকারে
তুমি পাগল প্রায়,
তাই দূরন্ত ছুটাছুটি
ডাল হতে ডালে,
সবুজ পাতায় নরম
তুলার শৈল্পিক বুননি
পরম আরাম দেয়
চরম শীতেও নিশ্চয়।
অবুঝ শিশুটি বারবার
হাত বাড়ায়
তোমার স্পর্শ পাবার
তীব্র আকাঙ্ক্ষায়-
কাঁদে,আবার মাকে ডাকে
ইশারায় ধরে দিতে তোমাকে,
সন্তানের অপূর্ণ সাধ
মেটাতে শিশু মাতা
তোমাকে মুষ্ঠিবদ্ধ করতে চায়,
নিজের শিশুর মুখে
হাসি দেখার জন্যে,
কখনো ভাব না তুমিও মা,
বাসায় যুগল ছানা
তখনো অভুক্ত, ক্ষুধার্ত।
বেমালুম ভুলে যায়
মায়ের নাড়ির টান
সন্তানের প্রতি কত তীব্র
এবং দূর্নিবার।
আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
আমার গানের পাখি
ভালোবাসি যারে
একটি স্বপ্নের মৃত্যু
একটি ছেলের লালিত স্বপ্ন
পালিত পশুর মতো,
মনের গভীরে রাখিত পুষিয়া
সাধ্য ছিলো যত।
স্বপন তাহার মেলবে ডানা
দুর্যোগ দেবে প্রবল হানা,
ভাবেনি অতশত,
কখনো ঝড়, কখনো তুফান
স্বপন ভেঙ্গে হলো খান খান
ভাঙ্গলো অবিরত।
মনের গভীরে স্বপ্ন সে বোনে
এক দুই করে দিনগুলে গোনে
ভাবে দিন আর কত,
স্বপ্ন তাহার সফল হবে,
সেদিন ঘনায়ে আসবে কবে
সব কলি অনাহত।
যখন উঠলো প্রবল ঝড়
স্বপনেরা ভয়ে কাঁপে থর থর
ছোট্ট শিশুর মতো,
বাঁচার প্রবল চেষ্টা ছিলো
সাধ্য ছিলো যত।
স্বপন ঢলিল মৃত্যুর কোলে
বুকেতে শুধুই শূন্যতা দোলে
ছেলেটি মর্মাহত,
এমনি করিয়া কত যুগ ধরে
ছেলেটি কাঁদিবে কত?
আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি
ঘুরে আসতে পারেন, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
টুনটুনি