জ্বালাও তোমার অগ্নি মশাল, তুমিতো তুমি-ই, ঝড়ের পূর্বাভাস, ক্ষণিকের অতিথি
জ্বালাও তোমার অগ্নি মশাল
আমার দু’চোখে বিন্দু বিন্দু জল
কখনো তা গড়িয়ে পড়ে
নিঃশব্দে নীরবে।
সর্বদা অন্তরে তীব্র দহন
প্রশ্ন রাখি, এই কি স্বাধীন দেশ?
কোথায় তোমার স্বকীয়তা?
কোথায় তোমার জাতীয়তাবোধ?
আত্মমর্যাদাবোধ ধুলোয় ভূলুণ্ঠিত আজ,
সে হুঁশও হারিয়ে বসে আছি
বহুকাল আগে।
কী আর আছে তোমার আমার।
গর্বিত জাতির এ-কি করুণ অবক্ষয়।
এমন তোষণ নীতি
শোষণের অশনি সংকেত
ভয়ে তাই কেঁপে ওঠে বুক,
আবার ঘৃণাও ক্ষোভের অগ্নি শিখা
পুড়িয়ে মারে কোটি জনতা
কিন্তু আমরা আজ বড় অসহায়
জেগে ওঠো বীরজনতা
জ্বালাও তোমার অগ্নি মশাল
বিপথগামী পথযাত্রীকে
টেনে আনো আলোর পথে।
শোনাও তাদের অতীত ইতিহাস,
শোনাও তাদের গোলাভরা ধান,
পুকুর ভরা মাছের রোমাঞ্চকর
কালের উপাখ্যান।
অন্যের পদলেহন নয় তোমার
লাল ইতিহাস।
আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
বারবার ফিরে আসি
আমার গানের পাখি
ভালোবাসি যারে
তুমিতো তুমি-ই
শিশির ভেজা ভোরের আলোয়
তোমাকে দেখলাম আজ অন্য রকম সুন্দর,
যা আগে দেখা হয়নি
কোনো বসন্তের শেষ বিকেলেও।
অদ্ভুত সুন্দর! তুমিতো তুমিই।
কোনো উপমা দিয়ে তোমাকে
ছোটো করতে চাই না একদম।
বৈশাখে তোমাকে দেখেছি অন্যরূপে,
শরতেও দেখেছি তোমায়,
হেমন্তে তুমি উদাস বাউল কবি।
মাছরাঙার সতর্ক দৃষ্টি নিবদ্ধ নির্মল জলাশয়ে,
শিশুদের ভোর হতে কোলাহল
কৃষকের ছুটে চলা মাঠের পানে
গরু ছাগলের অবাধ বিচরণ
সবুজ মাঠের প্রান্ত সীমায়।
রাতের আকাশে তারাদের
আলোর মিছিল,
কালীদাসের মেঘদুতের অশান্ত ছুটাছুটি,
দখিনা বাতাসের কোমল পরশ
মদিরতা আনে এ তাপিত বুকে।
ঝড়ের পূর্বাভাস
বাংলার আকাশে আবার
ঝড়ের পূর্বাভাস পাচ্ছি,
এক রকম ভারি ভারি ভাব
বাতাসে বহমান।
প্রদীপটা নিভে যেতে পারে
বৈশাখী ঝড়ের প্রচণ্ডতায়।
ছন্দের যে দোলা ছিলো মনে
অনেকটাই থমকে গেছে
অজানা শঙ্কায়।
বুদ্ধি বিনাশ ঘটেছে
অথবা ভীমরতিতে ধরেছে সবার।
ঝড়ের সংহারী রূপ দেখেছো নিশ্চয়,
সমাজকে চূর্ণ বিচূর্ণ করে ছাড়ে
প্রচণ্ড ক্ষিপ্ততায়।
হিংসা বিদ্বেষ ছেড়ে
একই সমতলে এসে
সুখের স্বপ্ন দেখাতে পারো
লক্ষকোটি শান্তিকামী
বঞ্চিত জনতার।
ক্ষণিকের অতিথি
তুমি কেনো সব কিছু আমার আমার করো?
আমার বলতে কিছু নেই এ রঙিন ধরায়,
তুমিতো পান্থশালার ক্ষণিকের অতিথি,
একটি দুটি রাত কাটাতে পারো বড়জোর এখানে।
তারপর সময়ের প্রয়োজনে
পথ চলতে হবে তোমাকে একাই।
তবে কেনো আর এত কিছু করা?
সব রবে পড়ে, কেউ হবে না সঙ্গী তোমার।
অনন্তের উদ্দেশ্য যাত্রা তোমার জেনো,
সসীমের মাঝেই করো অসীমের সন্ধান
মুক্তির পথ পেতে পারো অক্লান্ত সাধনায় ,
বিশ্বাসের মাঝেই থাকে নিঃশ্বাসের গভীর আশ্বাস।
আরও পড়ুন কবিতা-
সময়ের দাবি
বসন্ত কোকিল
স্মৃতি ছায়া
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
জ্বালাও তোমার অগ্নি মশাল