কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

জাগতে হবে, অরূপের রূপ, মানবিকতা, যে ফুল ফুটলো মনে

জাগতে হবে

খোন্দকার আমিনুজ্জামান 

 

স্বাধীন বাংলাদেশে এখনও মানুষ শান্তি খুঁটে খুঁটে খায়
কখনও পায় কখনও হারায়
সাম্য কাম্য ছিলো যাদের তাদের সোনা মুখ আজ মলিন-অসহায়।

‘৭১ বুকে রেখে আবার যুদ্ধে যাবার সময় হলো
জাগো জাগো দুয়ার খোলো মিছিলে মিছিলে জোয়ার তোলো
কাঁপিয়ে তোলো পাষাণ হৃদয় এখনই সময়।

একটি স্বাধীন রাষ্ট্র গড়তে হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
তাদের জন্য, অনাগত দিনের জন্য আনবো দেশের মান
জাগতে হবে জাগাতে হবে নইলে আসবে দুঃসময়।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
কষ্ট
বিবেক
সাদা মন

 

অরূপের রূপ

অরূপের রূপ আছে চমক আছে থরে থরে
সাধন গুণে সে রূপ অপরূপ দেখে নেরে প্রাণভরে।

গুণ সমাবেশ ঘটাও মনে হৃদয়ে প্রাণে
হিংসা-বিদ্বেষ হটাতে হবে প্রাণপণে
তবেই গুণে গুণে সন্ধান পাবে অরূপেরে।

কঠিন এ পথ পিচ্ছিল এ পথে ধৈর্য্য ধরে টিকতে হবে
সাধক দিলে আপন দিল মিলাতে হবে
নইলে বিপদ ছাড়বে নারে অরূপের রূপ দেখবে নারে।

 

মানবিকতা

সকালে জানালা খুলে দেখি রোদ ফুটেছে ঝলমল করিয়া
আকাশে দেখি ধূসরতা নেই সুনীলে গিয়াছে ভরিয়া।

লোভের লতা বাড়াতে বেড়েছে বৈশ্বিক উষ্ণতা
প্রাণ প্রকৃতিতে নেমে এসেছে চরম নিষ্ঠুরতা
হায়রে মানুষ ঔদ্ধত্যের সীমা গিয়াছে ছাড়িয়া।

গজব এসেছে করুণাহীন করোনা
মুক্তি পেতে স্রষ্টার কাছে চাই করুণা
ভয়েও কিছু কাজ হয় দেখছি আমি চাহিয়া।

মানুষ মৃত্যু ভয়ে ঘরবন্দি
এসো মানুষ নিজের সাথেই করি সন্ধি
কাটাবো না সময় আর বাহাদুরি করিয়া।

প্রাণ প্রকৃতি আজ হাসছে
নতুন সভ্যতা বুঝি আসছে
যেখানে বিখ্যাত হওয়ার চেয়ে মানবিকতাই
দেখবে মানুষ বড়ো করিয়া ।

 

যে ফুল ফুটলো মনে

ধ্যানে-জ্ঞানে যে ফুল ফুটলো মনে হৃদয়ে প্রাণে
ব্যাকুল হয়ে আকুল মনে বারে বারে যাই ছুটে যাই মধুর টানে
মুর্শিদ জানে আমার রাসুল জানে।

সহজ-সরল-সত্য পথে যে-জন গেছে
সে পথ নয়কো মিছে
যে পথ মেতে থাকে সারাক্ষণ রাসুল ধেয়ানে।

সাহস-বিশ্বাস আদব-ভক্তি
এনে দিবে পরম মুক্তি
দেখা হবে মওলার সনে।

আরও পড়ুন কবিতা-
অগ্নিশ্বর
তোমার প্রতীক্ষায়
প্রকৃতিতে হবো লীন
প্রেমের পদ্য

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

জাগতে হবে

Facebook Comments Box

খোন্দকার আমিনুজ্জামান এ সময়ের একজন জনপ্রিয় লেখক। সৃজনশীল লেখার পাশাপাশি মননশীল লেখায়ও তিনি অনবদ্য। কবিতা, ছড়া, গান,  গল্প, উপন্যাসের পাশাপাশি তিনি প্রবন্ধ লিখে থাকেন। তাঁর লেখার মূল কথা, 'আধার কাটো, আলোর পথে হাটো। অনন্ত আলোতে সংলগ্ন হও, মানবিকতার বিকাশ ঘটাও।' প্রকাশিত উপন্যাস: সাদা চিঠি, বসন্ত বাতাস; গীতিকাব্য: শিউলি সুবাস, শত বছরের ফুল।  তিনি ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১লা মে জন্মগ্রহণ করেন। পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের প্রাচীন গ্রাম মুরারীপুর, তাঁর পৈতৃক নিবাস।

error: Content is protected !!