চরদুলাই ফাউন্ডেশন
চরদুলাই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি চরদুলাই গ্রামের ঐতিহ্য রক্ষা, সামাজিক মূল্যবোধ অবক্ষয় রোধ, বিনামূল্যে রক্তদান কর্মসূচী প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে আসছে। ২০২০ সালে চরদুলাই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে।
প্রতিষ্ঠাতা: সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম জনি।
প্রধান কার্যালয়: চরদুলাই, দুলাই, সুজানগর, পাবনা।
পটভূমি: সংগঠনটি গড়ার জন্য মো. রাকিবুল ইসলাম জনি প্রথমে সজল আহসান সৌরভ ও আব্দুল্লাহ আল নোমান এবং অনিক হোসেন এর সাথে আলাপ-আলোচনা করেন। ইতিবাচক সাড়া পাওয়ার পরে দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো গোলাম রসুল এবং ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব কে এম ফজলুল হক এর সাথে আলোচনা করে সংগঠন গঠনের জন্য গ্রামব্যাপী একটি মিটিং আহ্বান করা হয়। ২০২০ সালের ২১ জুলাই চরদুলাই ক্লাবের হলরুমে আলোচনা ও সংগঠনের নাম প্রস্তাব করা হয়।
স্বপ্নাশ্রয় ফাউন্ডেশন, আশার আলো, জাগো ফাউন্ডেশন, দেশ গড়ার লক্ষে সংস্থা ইত্যাদি নাম প্রস্তাব আসে। পরে সবার সাথে আলোচনা স্বাপেক্ষে গ্রামের নামে নামকরণ করা হয় সর্বসম্মতিক্রমে চরদুলাই ফাউন্ডেশন। চরদুলাই ক্লাব এর হলরুমে এক জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে।
বর্তমান কমিটি:
১। সভাপতি: সজল আহসান সৌরভ
২। সহ-সভাপতি:
ক) মো. রাকিবুল ইসলাম জনি
খ) মো. বাদশ বিশ্বাস
গ) মো. ইমরান হোসেন
ঘ) মো. হাসনাত জামান শুভ
৩। সাধারণ সম্পাদক: মো. আব্দুল্লাহ আল নোমান
৪। সাংগঠনিক সম্পাদক: মো. আবির আলম রিশাদ
৫৷ সহ-সাংগঠনিক সম্পাদক: ইফতেখার আহমেদ রবিন
৬। প্রচার সম্পাদক: শেখ ফরহাদ
৭। হিসাবরক্ষক: মো. আশিকুর রহমান পিয়াস
৮। দপ্তর সম্পাদক: মো. সেলিম রেজা জয়
৯। প্রকাশনা সম্পাদক. শেখ সোহেল রানা রুবেল
১০। সমাজ কল্যাণ সম্পাদক: অনিক হোসেন
১১। যুগ্ম সাধারণ সম্পাদক: রাকিবুল বাসার বাধন
১২। রক্তদান বিষয়ক সম্পাদক: আশিকুর ইসলাম প্রান্ত
সামাজিক কার্যক্রম:
সংগঠনটির উল্লেখযোগ্য কাজসমূহ:
১. দুলাই ইউনিয়ন ব্যাপী কোভিড-১৯ সচেতনতামূলক মাইকিং।
২. লকডাউনে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরন।
৩. বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প করা।
৪. রাস্তা সংস্কার।
৫. ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে