চরদুলাই ফাউন্ডেশন
চরদুলাই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২০ খ্রিষ্টাব্দে আত্মপ্রকাশ করা এই সংগঠনটি চরদুলাই গ্রামের ঐতিহ্য রক্ষা, সামাজিক মূল্যবোধ অবক্ষয় রোধ, বিনামূল্যে রক্তদান কর্মসূচি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে আসছে।
প্রতিষ্ঠাতা
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম জনি, যিনি চরদুলাই গ্রামের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এই সংগঠনটি গড়ে তোলেন।
প্রধান কার্যালয়
চরদুলাই, দুলাই, সুজানগর, পাবনা।
সামাজিক কার্যক্রম
চরদুলাই ফাউন্ডেশন স্থানীয় সামাজিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হলো :
- ত্রাণ বিতরণ : সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
- বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় : স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
- রাস্তা সংস্কার : গ্রামের রাস্তা সংস্কারের কাজ চলছে।
- বিক্ষোভ মিছিল : ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান : গ্রামটি পরিষ্কার রাখার জন্য নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
- গাছ লাগানোর কর্মসূচি : পরিবেশ রক্ষার জন্য নিয়মিত গাছ লাগানোর কর্মসূচি পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠার পটভূমি
চরদুলাই ফাউন্ডেশন গঠনের জন্য মো. রাকিবুল ইসলাম জনি প্রথমে সজল আহসান সৌরভ ও আব্দুল্লাহ আল নোমান এবং অনিক হোসেনের সাথে আলাপ-আলোচনা করেন। ইতিবাচক সাড়া পাওয়ার পরে দুলাই উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. গোলাম রসুল এবং ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব কে এম ফজলুল হকের সাথে আলোচনা করে গ্রামব্যাপী একটি মিটিং আহ্বান করা হয়। ২০২০ খ্রিষ্টাব্দের ২১শে জুলাই চরদুলাই ক্লাবের হলরুমে আলোচনা ও সংগঠনের নাম প্রস্তাব করা হয়। বিভিন্ন নামের মধ্যে থেকে সর্বসম্মতিক্রমে গ্রামের নামে নামকরণ করা হয় ‘চরদুলাই ফাউন্ডেশন’।
আরও পড়ুন চরদুলাই গ্রাম পরিচিতি
বর্তমান কমিটি
১. সভাপতি : সজল আহসান সৌরভ
২. সহ-সভাপতি :
- মো. রাকিবুল ইসলাম জনি
- মো. বাদশ বিশ্বাস
- মো. ইমরান হোসেন
- মো. হাসনাত জামান শুভ
৩. সাধারণ সম্পাদক : মো. আব্দুল্লাহ আল নোমান
৪. সাংগঠনিক সম্পাদক : মো. আবির আলম রিশাদ
৫. সহ-সাংগঠনিক সম্পাদক : ইফতেখার আহমেদ রবিন
৬. প্রচার সম্পাদক : শেখ ফরহাদ
৭. হিসাবরক্ষক : মো. আশিকুর রহমান পিয়াস
৮. দপ্তর সম্পাদক : মো. সেলিম রেজা জয়
৯. প্রকাশনা সম্পাদক : শেখ সোহেল রানা রুবেল
১০. সমাজ কল্যাণ সম্পাদক : অনিক হোসেন
১১. যুগ্ম সাধারণ সম্পাদক : রাকিবুল বাসার বাধন
১২. রক্তদান বিষয়ক সম্পাদক : আশিকুর ইসলাম প্রান্ত
চরদুলাই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন যা গ্রামটির উন্নয়ন এবং কল্যাণে নিবেদিত। তাদের নিরলস পরিশ্রম এবং সামাজিক কার্যক্রম গ্রামের মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। এই সংগঠনটির উদ্যোগে গ্রামটির ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ এবং প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষা করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে চরদুলাই ফাউন্ডেশন আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে গ্রামটির সার্বিক উন্নয়নে অবদান রাখবে।
ঘুরে আসুন আমাদের সুজানগর-এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে