চরদুলাই গ্রাম পরিচিতি
শিক্ষা সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের এক দৃষ্টিনন্দন গ্রাম চরদুলাই। গ্রামটি অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি। বিভিন্ন গ্রাম হতে ভ্রমণ পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য্যর টানে বার বার ছুটে আসে এই গ্রামে।
চরদুলাই গ্রামটি পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের একটি বৃহত্তর শিক্ষিত গ্রাম। চরদুলাই গ্রামের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে ঐতিহ্যবাহী গাজনার বিল বা বিল গাজনা এবং উত্তর পাশে চরগোবিন্দপুর গ্রাম অবস্থিত। চরদুলাই গ্রামটি ২টি ওয়ার্ডে বিভক্ত৷ এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১০ হাজার।
শিক্ষা প্রতিষ্ঠান : সুজানগর উপজেলার সবচেয়ে শিক্ষিত গ্রাম হিসেবে পরিচিত চরদুলাই। এই গ্রামে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২টি কিন্ডার গার্টেন রয়েছে।
বিদ্যালয়সমূহ-
১। বজলুর রহমান উচ্চ বিদ্যালয়
২। ৩ নং চরদুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩। ১০৪ নং চরদুলাই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন চরদুলাই ফাউন্ডেশন
মসজিদ মাদ্রাসা: চরদুলাই গ্রামটিতে ১০০% মুসলিম রয়েছে। এই গ্রামের মানুষ অত্যন্ত ধর্মভীরু। এই গ্রামে ৭টি মসজিদ ও ২টি মাদ্রাসা রয়েছে।
কৃষি: চরদুলাই গ্রামটি গাজনার বিলের খুব নিকটতম একটি গ্রাম। সে কারণে এই গ্রামের ৯০% মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত। চরদুলাই গ্রামের প্রধান অর্থকরী ফসল পিঁয়াজ,ধান ও পাট।
দর্শনীয় স্থান: এই গ্রামে রয়েছে অপরুপময় প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি এই চরদুলাই। এই গ্রামের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- ঘোড়ার ভিটা, ক্লাবমাঠ, বটতলা,লালডাঙ্গি পাড়া নৌকা ঘাট, পশ্চিম পাড়া জল রোড ইত্যাদি।
ক্লিনিক: চরদুলাই গ্রামটিতে ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং চরদুলাই সূর্যের হাসি ক্লিনিক নামে একটি ক্লিনিক কাগজে কলমে চরদুলাই গ্রামের নামে থাকলেও এটি দুলাই গ্রামে অবস্থিত।
সংস্কৃতি: চরদুলাই গ্রাম শিক্ষার পাশাপাশি সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ। এখানে সংস্কৃতি নামে একটি সংগঠন রয়েছে।
মুক্তিযোদ্ধা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চরদুলাই গ্রাম হতে ৮জন বীর সৈনিক সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
কবি, সাহিত্যিক ও লেখকবৃন্দ:
- জয়িতা শিল্পী (জন্ম ২৫মে ১৯৭৭ খ্রি.) একজন কবি, লেখক; পুলিশ সুপার।
- সাইফুর রহমান (জন্ম ১২ই ডিসেম্বর ১৯৭৭ খ্রি.) একজন গল্পকার, প্রাবন্ধিক, কলামিস্ট; আইনজীবী।
- শাহানাজ মিজান (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৮২ খ্রি.) একজন কথাসাহিত্যিক।
খেলাধুলা: সুজানগর উপজেলায় খেলাধুলায় সবচেয়ে এগিয়ে রয়েছে চরদুলাই গ্রাম। এই গ্রামে চরদুলাই ক্লাব নামে একটি সরকারি ক্লাব রয়েছে।
এই গ্রামে জন্মগ্রহণ করে অনেকেই সচিব, উপসচিব, জজ, ব্যারিস্টার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, ইন্জিনিয়ার, শিক্ষাবীদ, রাজনীতিবীদ, ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ একসাথে সম্মলিত ভাবে বসবাস করে।
ঘুরে আসুন আমাদের সুজানগর-এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে