গাজনার বিল
গাজনার বিল
দিলরুবা করিম
নাম তার গাজনার বিল
মাছে করে কিল বিল।
এখানে কেটেছে আমার
শৈশবের অনেক পড়ন্ত বিকেল বেলা।
কখনো বাবার সাথে ক্লান্ত সূর্য দেখা,
মেতেছি বান্ধবীদের সাথে শাপলা তোলার খেলায়।
বাবার হাত ধরে দেখেছি
কত নৌকাবাইচের মেলা।
বর্ষাস্নাত দিনে হাজারো স্মৃতির মেলায়
এখন হারিয়ে যায় আমার বিকেল বেলা।
আরও পড়ুন কবিতা-
শরৎ
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box