কাঁচা আমের যাদুর খেলা, মায়ের আদর, পুতুল বিয়ে
কাঁচা আমের যাদুর খেলা
~ রাতুল হাসান জয়
একটা ছড়া লিখবো বলে
কলম নিতেই হাতে,
খোকন এসে কান্না ধরে
করছে ব্যথা দাঁতে।
ক’দিন হলো দাঁত নড়েছে
নেয়না কিছু পাতে,
নামতা পড়া আটকে আছে
সাত এক্কে সাতে।
কি করা যায় মস্ত বিপদ
কান্না লাগে আঁতে,
হঠাৎ করেই পড়লো মনে
আম এনেছি রাতে।
কাঁচা আমের যাদুর খেলা
তুলে দিতেই মুখে
ফোকলা দাঁতে বললো খোকন
আমটা ভীষণ চুকে।
মায়ের আদর
দোলনা মাঝে কাগজ ফুল
ঘূর্ণি ঘোড়া ঘুরছে বেশ,
ঝুনঝুনিটা হাতের পাশে
খোকার তবু নেই আয়েশ।
দিদির কোলে যাচ্ছে না সে
খাচ্ছে না তো দুধ পানি,
দাদি এসেই গল্প বলে
এক যে ছিলো রাজরানী…
খোকার মুখে হাসিটা নেই
বলতে কিছু পারছে না,
মুখে আঁধার মেঘ জমেছে
সরছে না তা নড়ছে না।
খানিকবাদে কাঁদছে খোকা
অনেক কোলে যাচ্ছে ওই,
থামছে না সে কারো কোলেই
মায়ের কোলের গন্ধ কই?
মায়ের মুখের পুতুল পুতুল
আহ্লাদী স্বর শুনছে না,
তাইতো খোকা কাঁদছে শুধু
একটু খানি হাসছে না।
পুতুল বিয়ে
আশা মনির পুতুল বিয়ে
কিনতে হবে গয়না,
রঙিন শাড়ি কাঁচের চুড়ি
কিনতে গেছে ময়না।
টিয়া গেছে আনতে নোলক
বাবুইপাখির কাছে,
টুনটুনিটা নাচছে বেশি
সবুজ কাঁঠাল গাছে।
শালিক বাবু খুঁজছে কাজী
কাজী মশাই কোকিল,
কাজী এলো সন্ধ্যে বেলা
চড়ুই ব্যাটা উকিল।
টিয়ার গলায় মালা দিয়ে
পুতুল বিয়ের শেষে।
কাকের নাকি গাইতে হবে
বললো কোকিল হেসে।
কা-কা করে গাইছে দারুণ
ভাবছিলো কাক নিজে,
গান শুনে সব পালিয়ে গেলো
কাক পড়ে যায় লাজে।
আরও পড়ুন ছড়া-
মাকে মনে পড়ে
আষাঢ়ের বৃষ্টি
রোদ বৃষ্টির খেলা
মধু মাস
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে