কবির ভালোবাসা, তোমাকে ভালোবেসে, বসন্ত কোকিল
কবির ভালোবাসা
এই কবি
আঁকে ছবি সকল সৃজন,
হয় রবি
সমতায় গড়িতে ভুবন!
ভালোবাসে
তাই হাসে সকলের প্রাণ,
নাহি নাশে
কারো সুখ হানিয়া তুফান।
এই ধরা
মনোহরা প্রশান্তির নিবাস,
যায় গড়া
নিরিবিলি করিতে আবাস।
ভাবে কবি
করে দাবি নিখিলের প্রাণ,
সেই ছবি
পৃথ্বী দেহ আপনার সমান।
চায় সুখ
নহে দুখ কভু কারো তরে,
এতটুক
অবহেলা কোনো অনাদরে।
হিরোশিমা
প্রিয়তমা নাগাসাকির বুকে,
তিলোত্তমা
করে তারে মরমে রাখে।
রণাঙ্গন
অপনয়ন কভু কাম্য নয়,
কবি মন
সুখ পাখি শান্তির কথা কয়।
যত সৃজন
তাহার নয়ন হাতছানি দেয়,
অতি আপন
আপনার ভেবে আপন করে নেয়!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
নিও ভালোবাসা
প্রতীক্ষায় আছি
কে ভালোবাসে
তোমাকে ভালোবেসে
ভালোবেসে
অবশেষে ঘৃণা করি জয়,
নিশি শেষে
বেদনারা সুখে কথা কয়!
এই প্রাণে
চিনে চিনে যেই জন আসে,
অকারণে
কি যায় বলে সেই ভালোবাসে?
এই মন
অকারণ ছিল কি একা,
সারাক্ষণ
ভাবনায় কে দিত দেখা?
সেই মনে
গোপনে যার ছবি ভাসে,
সেই ক্ষণে
দ্যোতনায় মম হিয়া হাসে!
কে যায়
কে পায় কাকে যে হারাই,
বেদনায়
ভাসে আঁখি যদি নাহি পাই!
যেথা খুশি
হও শশী গগণেই রবে,
ভালোবাসি
ভাঙা নীড়ে কিরণে নীরবে!
ক্ষয়ে যায়
পুনরায় ফিনিক্স পাখি,
বলে যায়
অবিনাশী ফিরে ফিরে ডাকি!
চির যৌবনা
মোর আপনা হারাবার নয়,
তার ঠিকানা
মান্স পটে অঙ্কিত রয়!
এই আঁখি
হয়ে পাখি খোঁজে সেই ছবি,
দিয়ে রাখী
মায়ায় বাঁধে এই পৃথিবী!
তাই ধরা
মন কাড়া রহিবো তারই কোলে,
আত্মহারা
ভালোবাসায় যে উতলায় অন্তরালে!
মনে হয়
পরিচয় মায়াবী তাহারই আনন,
কথা কয়
সেই হয়ে এক প্রশান্ত ভুবন!
ধরা ছেড়ে
না যাবো অন্য তীরে অন্য গ্রহলোকে,
তোমাকে ঘিরে
রহিবো বাসযোগ্য করিতে এ ধরণিকে!
বসন্ত কোকিল
কত বেদনা
দেয় যাতনা শিশিরের শব্দে আঁখি,
হারা ঠিকানা
কোথায় হারায় অজ্ঞাত রয় এ পাখি!
কত বসন্ত
কত হেমন্ত ঋতু পরিক্রমায় যায় আসে,
সেথা ঘুমন্ত
চির সুপ্ত বেদেহি ভালোবাসা না হাসে!
সজীব শাখায়
দুলিত দোলায় এসেছিলে পথ ভুলে,
বাঁধিয়া কুলায়
ত্যাগিলে যারে খুঁজি কৃষ্ণচূড়া ফুলে!
নদীর জোয়ার
ভাটাতে তাহার সমাহিত কঙ্কাল কয়,
বেদনা বিথার
কেনরে মনা ফের বছরে হবে পরিচয়!
তেমনি কোকিল
কাড়িয়া দিল পালালেও অন্য কোথাও,
ঘুরিয়া নিখিল
ফিরিয়া বাগে কুহুকুহু রবে বলে আও!
সেই আশে
আমিও নিবাসে প্রতীক্ষায় প্রহর গুণি,
ভালোবেসে
যদিগো আসে আমারই নয়ন মণি!
আরও পড়ুন কবিতা-
অবহেলার বৃত্তে
শিউলি সুবাস
আত্মবিরহ
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে