কবির পাণ্ডুলিপি, এই মাটিই বাঁধে লাশের ঘর
কবির পাণ্ডুলিপি
কবির কবিতায় ফুটে উঠে বিচিত্র রূপ।
কত না ভাষায় ছেঁয়ে যায় তার পাণ্ডুলিপি,
নিপুন হাতের লেখাগুলো কখনো হাসায়, কখনো কাঁদায়।
অনুভূতির জোয়ারে ভেসে যায় মন নামের এক অদৃশ্য শক্তি;
সাগরের ঢেউয়ের মতো খেলে তার শব্দগুচ্ছ
কখনো শরতের কাশফুলকে আরাধ্য করে,
কখনো হেমন্তের নবান্নের উৎসবে মাতোয়ারা হয়ে;
আবার কখনো বসন্তের বাহারি আয়োজন নিয়ে।
ছুটে চলা ট্রেনের মতো থামে না তার কলম,
যতই আসুক গ্রীষ্মের ঝড়, অথবা নামুক বর্ষা
সে তো নিঃশব্দের দেয়াল ভেঙে তার স্বপ্নের কথা লিখবেই!
শীতের বিষণ্ন রোদ, কিম্বা ধোঁয়া ধোঁয়া কুয়াশার দর্পনে ঢাকে না তার হৃদয়।
কত গল্প, কত কথা, স্মৃতি হয়ে ভরে রয় তার ভাণ্ডারে।
কখনো সে প্রতিবাদী, কখনো সে শান্ত শীতল হাওয়া,
জীবনের কথাগুলো কাব্যিক ভাষায় ছড়িয়ে দেয় জীবনের তরে।
যদিও চোখে থাকে তার অনিদ্রার শোকচিহ্ন।
আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
হেমন্তের বিকেল
সাগরকন্যা
কবির কথামালা
এই মাটিই বাঁধে লাশের ঘর
আমি মাটির সন্তান মাটিতেই যাবো মিশে
মাটির দিকে তাকালেই আমার মায়ের কথা মনে পড়ে,
মা-মাটি-মৃত্তিকা যদি বলি ভুল হবে কি তাতে?
মাটির দিকে তাকালেই আমার জন্মের কথা মনে পড়ে।
মনে পড়ে আমার আদি পূর্বপুরুষের কথা;
রক্ত মাংসের এই দেহটা মাটি দিয়ে তৈরি
তাই মাটিকে আমি বড় বেশি ভালোবাসি।
কি বেদনাময় কি নির্মমতা;
চরম অসহায়ত্বের আবর্তে আটকা আমাদের জীবন,
আদরের লালিত এই দেহটা মাটিতেই যাবে মিশে
যখন এসব ভাবি, বড্ড নিঃশব্দে কাঁদে মন
তখন আর অন্য দিকে তাকাতে ইচ্ছে করে না।
মূহূর্তেই হয়ে যাই অন্য গ্রহের মানুষ
অশ্রুজলে ভাসে মায়াবী দুচোখ।
এই মাটিই সত্য এই মাটিই সফল
আর এই মাটিতেই বাঁধি আশা-আকাঙ্ক্ষার বাসর
আবার পরম পিরিতে এই মাটিই বাঁধে লাশের ঘর।
আরও পড়ুন কবিতা-
পদ শব্দ মিলিয়ে যায়
আমাদের গ্রামখানি
বিবাগী মন
প্রেমের পরশ
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
কবির পাণ্ডুলিপি