এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ২০২১
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া-২০২১
৩০ ডিসেম্বর, ২০২১ তারিখ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি, তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
ফলাফল পুনঃনিরীক্ষণ কি?
পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে যা ‘ফলাফল পুনঃমূল্যায়ন’, ‘পুনঃনিরীক্ষণ’, ‘পরীক্ষার খাতা চ্যালেঞ্জ’ ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
আবেদনের সময়সীমা:
২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০৬-০১-২০২২ তারিখ; রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন?
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবে-
- টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন।
- মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমন- বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )
- আপনার সাথে যোগাযোগের একটি ব্যক্তিগত নম্বর
আরও পড়ুন সুজানগর উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল-২০২১
আবেদন করতে এসএমএস করবেন যেভাবে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণ: রাজশাহী বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 114450, তার বাংলার জন্য আবেদন করতে লিখতে হবে: RSC<স্পেস>RAJ<স্পেস>114450<স্পেস>101
এরপর মেসেজটি 16222 নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য, আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>RAJ<স্পেস>114450<স্পেস>101,107
প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে চার্জ করা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে লিখবেন:
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর)
উদাহরণ: ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 017XXXXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবে:
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>017XXXXXXXX
উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুনঃনিরীক্ষণের ফলাফল জানবেন যেভাবে:
পুনঃনিরীক্ষণের ফলাফল মূল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে প্রকাশ হয়ে থাকে। আবেদনের সময় প্রদত্ত যার যার নিজ নিজ মোবাইল নম্বরে ফলাফল জানিয়ে দেওয়া হয়।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে