একটি তর্জনী
একটি তর্জনী
শফিক নহোর
বঙ্গবন্ধু মানে সবুজ বাংলা
বেঁচে থাকার অপার প্রেরণা
একটি তর্জনী বিশ্বের ইতিহাস
শোষিত মানুষের মুক্তির জয়গান
বঙ্গবন্ধু মানে প্রবল বিশ্বাসে তরুণ দৃপ্তে পথচলা
বঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলার খেটে-খাওয়া মানুষের
অবারিত স্বপ্নের দুনিয়া
কে এমন পাষাণ জানোয়ার পিতার বুকে চালায় হাতিয়ার
গুপ্ত পাকিস্তানি আজও কি আছে লুকিয়ে—
চারদিকে রঙ মেখে বঙ্গে কে চালায় গুটি
আজো কি লুকিয়ে রয়েছে পিতার খুনি
বঙ্গবন্ধু মানে স্বপ্ন বুকে বেঁচে থাকা সবুজে এই বাংলায়-
একটি তর্জনী বিশ্বের ইতিহাস
শোষিত মানুষের মুক্তির জয়গান বঙ্গবন্ধু ।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
একটি তর্জনী
Facebook Comments Box