আমার ভাষা
আমার ভাষা
হুমায়ুন কবির
আমার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যখন থেমে নেই
ধীরে ধীরে বেড়ে উঠছি প্রকৃতির নিয়মে
কখন যেন মুখের প্রথম বুলিটা বেরিয়েছিল
আধো বলে আধো কান্না জড়ানো কণ্ঠে-মা
আমি তখন হয়তো শয়নে।
আরও সবল হতে হতে আমি যখন পূর্ণ এক কথারু
হঠাৎ মুখের ভাষা স্তব্ধ করতে এলো হিংস্র থাবারু
মোড়লীপনার ভাব গম্ভীর নিয়ে করলো এক আদেশ
তাদের ভাষা উর্দুতে কথা বলতে হবে।
রক্তের কণাগুলো টগবগ করে উঠলো
চোখের চাহনীতে বিষাক্ত আগুন জ্বললো
হুংকার দিয়ে উঠলো ভিতরের জাগ্রত বিবেকটা
মায়ের ভাষা বাংলাতে কথা বলতে পারবোনা এটা অসম্ভব।
যারা ছিল তারা দেখলো শুনলো ভিতরে জাগলো প্রতিবাদ
সেই প্রতিবাদের ঝড়ে লাগলো আগুন
সে আগুন নিভাতে হায়নাদের আদেশে চললো নল
পানির নলের পরিবর্তে বন্দুকের নলে প্রতিবাদের ঝাঁকে গুলি।
রক্তস্নাত হয়ে লুটালো রাজপথে প্রতিবাদীরা
খুঁজে পেলো আমাদের-
সালাম বরকত রফিক শফিক জব্বার-
কত নাম না জানা প্রাণ।
আরও পড়ুন কবিতা-
বাংলা ভাষার দুর্দশা
স্বাধীনতার সাধ
তৃষিত নয়নের ভাষা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
আমার ভাষা