আমার-চাঁদ; amadersujanagar.com
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

আমার চাঁদ, মাটির আলো, অন্তরে সোনালি আলো, দুরুদুরু

আমার চাঁদ

খোন্দকার আমিনুজ্জামান

 

তুমি আমার চাঁদ, চাঁদের জ্যোৎস্না
আরও আছে কতশত মধুর দ্যোতনা,
কতো ভাবনা।

তুমি ভালো লাগার অধিক কিছু
তাই মন ছুটে যায় তোমার পিছু
মনটা আমার প্রাণে রহে না।

ভোরের আর্দ্র বাতাস তুমি, তুমি শিউলির সুবাস
আরও অনেক বাড়তি কিছু ভাষায় যায় না প্রকাশ
সারাটাক্ষণ মন ছুঁয়ে যায় তোমারই কল্পনা।

 

মাটির আলো

এক মাটির আলো আমায় করলো এলোমেলো
দিবানিশি প্রতিবেশী এমন আলো জ্বালাইলো
মনটা আমার ঝলোমলো পাগল বুঝি বানাইলো
এক মাটির আলো।

অনস্ত অতুল তুলনা তার নাইরে
ভুলিতে পারি না ভোলা কি যায়রে
কী যে হয়ে গেল হৃদয় করে টলোমলো।

সেরা তুমি সুন্দর তুমি সুর-ছন্দের প্রাণ
রচিত হয় তোমাতে জীবনের জয়গান।

চোখ খুলিলে ভেসে উঠে সোনামুখ
চোখ মুদিলেও সেই মুখ সেই সুখ
এ এক অন্য আলো অন্য খেলা সঙ্গী হলো।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
আষাঢ় শ্রাবণ
শ্রাবণ ধারা
অনন্ত

 

অন্তরে সোনালি আলো

অন্তরে সোনালি আলো গইড়া গইড়া পড়ে
শ্রাবণে আসিবে বন্ধু ঝর ঝর ঝরে
সোনালি আলো গইড়া গইড়া পড়ে।

যে দিন চলে যায় ফিরে আর আসে না
এভাবে কতোটা দিন দেখা আর হবে না
প্রতিটাক্ষণ অনুক্ষণে তোমাকে মনে পড়ে।

তুমি আমার সারা জীবনের আলপনা
সারাক্ষণ অনুরণিত হয় তোমারই কল্পনা।

দুঃখ আমার ছুঁবে না, কেননা তুমি যে আমার সাধনা
কাল থেকে কালান্তরে তুমিই আমার ভাবনা
অনুভবে অনুরাগে তোমাকেই শুধু মনে ধরে।

 

দুরুদুরু

ভালোবেসেছি হৃদয়ে রেখেছি মনটা করছে তাড়া
দুরু দুরু মন করে সারাক্ষণ বন্ধু গো দাও না সাড়া।

বসন্ত আঙিনায় বসে থাকি জানালায়
কখন ফুটবে ফুল সৌরভ এসে যায়
সে মধু তাড়নায় দু-চোখ হয়ে যায় তন্দ্রাহারা।

ভালোবাসা হৃদয়ে রেখেছি ক্ষয় তো হবার নয়
ততটা কষ্ট দিওরে বন্ধু যতটা আমার সয়।

অপেক্ষা এমন হয় জানা ছিল না
মাঝে মাঝে দেহের ভেতর প্রাণ থাকে না
সে কষ্ট যাতনায় হৃদয় হয়ে যায় প্রাণহারা।

আরও পড়ুন কবিতা-
বিবর্ণ স্বাধীনতা
উদাসী মন
অষ্টাদশী মন

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

আমার চাঁদ

Facebook Comments Box

খোন্দকার আমিনুজ্জামান এ সময়ের একজন জনপ্রিয় লেখক। সৃজনশীল লেখার পাশাপাশি মননশীল লেখায়ও তিনি অনবদ্য। কবিতা, ছড়া, গান,  গল্প, উপন্যাসের পাশাপাশি তিনি প্রবন্ধ লিখে থাকেন। তাঁর লেখার মূল কথা, 'আধার কাটো, আলোর পথে হাটো। অনন্ত আলোতে সংলগ্ন হও, মানবিকতার বিকাশ ঘটাও।' প্রকাশিত উপন্যাস: সাদা চিঠি, বসন্ত বাতাস; গীতিকাব্য: শিউলি সুবাস, শত বছরের ফুল।  তিনি ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১লা মে জন্মগ্রহণ করেন। পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের প্রাচীন গ্রাম মুরারীপুর, তাঁর পৈতৃক নিবাস।

error: Content is protected !!