আমার-গ্রাম
কবিতা,  সাহিত্য

আমার গ্রাম, বাবা, নারী

আমার গ্রাম

দিলরুবা করিম

 

গ্রামখানি আমার সবুজ শ্যামলে ঘেরা
পাশে বয়ে গেছে গাজনার বিলের ধারা।

এখানে স্নিগ্ধ সকালে মৌসুমি ফুল ফোটে।
শরতের আকাশে কাশফুলের ছায়া লুটে।

হেমন্তের মাঠে সোনালি ফসলে
কৃষকের ক্লান্ত মুখে ফুটে হাসি।

আমার গ্রামের মাটিতে আমার প্রাণ
আমি এই মাটিতেই খুঁজি নব জীবনের সন্ধান।

এই গ্রামের মানুষেরা সবে মুক্ত উদার মনে
হৃদয়ে তাদের জাগে আগামী দিনের আশা।

এই গ্রামের এই মাটিতেই আমার প্রাণ,মধুর আমার ভাষা
এই গ্রামেই আমার বাবা-মায়ের অন্তিম ডাক আসে,

সেই ডাকাতে সাড়া দিয়ে
নির্ভাবনায় ঘুমিয়ে তারা আছে।

এই গ্রামেই আমি হারিয়ে যেতে চাই
আমার কান্না হাসির অস্তিত্বের মাঝে।

 

বাবা

বাবা,
তোমায় খুঁজি স্নিগ্ধ সকালে
একটু স্নেহের উষ্ণতায়।

বাবা,
তোমায় খুঁজি গ্রীষ্মের দ্বিপ্রহরে,
তপ্ত দগ্ধ হৃদয়ে
ভালবাসার ছায়ায়।

বাবা,
আমি তোমাই খুঁজি
কলান্ত বিকেলে চায়ের আড্ডায়।

বাবা,
তুমি ছিলে নিখিল ভূবনে
নিশ্চিন্ত স্বাধীন ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

তাই তো বাবা,
তুমি ছাড়া আমি বড্ড একা,
সারাটা দিন তোমায় খুঁজি
গ্রহ থেকে গ্রহ,
নক্ষত্র আর হাজার তারার মেলায়।
কোথাও পাই না খুঁজে
তোমার স্নেহ আর ভালবাসার হাত,
আশিস ভরা মধুর ডাক।

আচ্ছা বাবা,
এমন যদি হত
তোমার গন্ধ সুধা
বোতালে রাখা যেত,
যখন ইচ্ছা তখন
গন্ধ নিতাম শত।

 

নারী

নারী মানে,
শৈশবে হয়তবা বাবা মায়ের
আদরের রাজকন্যা,

নারী মানে,
হয়তবা ভাইয়ের স্নেহের
শাসনে বেড়ে ওঠা সীমাহীন
ভালবাসায় অনন্যা।

নারী মানে
হয়তবা কিশোরীর হাতে
স্নাত স্নিগ্ধ সকালে ফোটা
শিউলি ফুলের শুভ্রতায়।

নারী মানে
হয়তবা যৌবনে,
পাহাড়ী ঝর্ণার কলতানে
প্রেমিকের স্বপ্নে মুগ্ধতায়।

নারী মানে
হয়তবা স্বামীর আদরে সোহাগে
কুমারী থেকে নারীত্বের উষ্ণতায়।

নারী মানে
হয়তবা একটি পরিবারে
পরম যত্নে নারীত্ব থেকে
মাতৃত্বের দায়িত্বতাই।

নারী মানে
হয়তবা সমাজে মাথা উঁচু করে
টিকে থাকার যুদ্ধে
স্বামীর স্বৈর স্বভাবের কাছে
হাজারো স্বপ্নের বলি দিয়ে
হাতে নিয়ে শিক্ষার আলোবর্তিকা।

তবুও নারী
তুমি মায়ের জাতি
তোমার পায়ের নিচে জান্নাত
আধার সমাজের চির আলোকিত রবি,
তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সেরা দান,
তোমাকে জানাই হাজার সালাম
শ্রদ্ধা আর সম্মান।

আরও পড়ুন কবিতা-
সাগর কন্যা
স্বপ্নবাড়ি
অযাচিত আহমিকা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

আমার গ্রাম

Facebook Comments Box

দিলরুবা করিম মূলত কবিতা লেখেন। তিনি ১৯৭৬ সালের ৫ অক্টোবর, পাবনা জেলার সুজানগর উপজেলার নুরুদ্দিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!