আমাদের সুজানগর সংকলন রিভিউ
আমাদের সুজানগর সংকলন রিভিউ
মোখলেছুর রহমান
‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলন পড়ে শেষ করলাম।
সুজানগর উপজেলার লেখকদের লেখা নিয়ে করা এই সংকলন ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, গল্প, প্রবন্ধ, কল্পকাহিনী, কবিতা, ছড়া ইত্যাদির ধারক এবং বাহক। উপরিউক্ত বিষয়গুলো সংকলনটিকে বহুমাত্রিকতা দান করেছে। প্রতিষ্ঠিত প্রবীণ লেখক থেকে শুরু করে নবীন সকলের লেখার সংমিশ্রণ সংকলনটি সমৃদ্ধ হয়েছে।
সংকলন: আমাদের সুজানগর
সম্পাদক: মো. আলতাব হোসেন
প্রচ্ছদ: মো. আলতাব হোসেন
প্রকাশনী: দাঁড়িকমা
মূল্য: ৩৫০.০০ টাকা
পৃষ্ঠাঃ ১৮৮
সংকলনটি শুরু হয়েছে পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্যর বাণী নিয়ে। তারপর সূচিপত্রের মাধ্যমে মূল লেখায় প্রবেশ। সুজানগরের নামকরণের ইতিহাস, আজিম চৌধুরীর বাড়ি নিয়ে ঐতিহাসিক তথ্য তুলে ধরে আলোকপাত করা হয়েছে এবং গাজনার বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
গুণীজনের আলোচনায় উপজেলার তিন গুণীজন নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা রয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে লেখায় লেখকদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটেছে। প্রবন্ধে সামাজিক অবক্ষয়ের কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে সুন্দর বিশ্লেষণ রয়েছে। মৌসুমী ফলের সাথে সম্রাট বাবর, মির্জা গালিব ও রবীন্দ্রনাথের সম্পর্ক এবং ফল নিয়ে তাদের সাথে ঘটা বিভিন্ন মজার ঘটনার বর্ণনা তুলে ধরেছেন লেখক সাইফুল ইসলাম।
আরও পড়ুন সরদার জয়েনউদদীনের গল্পগ্রন্থ নয়ান ঢুলী রিভিউ
নিষিদ্ধ প্রলাপ নামক গল্পে লেখকের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন ঘটেছে বলে আমার কাছে মনে হয়েছে। লেখায় একদিকে যেমন গভীর জীবনবোধ রয়েছে, অন্যদিকে এক রকম অপ্রাপ্তির বেদনা বিমূর্ত হয়েছে। জ্যোতির্ময় আলো পড়ে চোখে গল্পে একজন বীর মুক্তিযোদ্ধার কাহিনী বর্ণিত হয়েছে। স্ত্রী, পুত্র, ঘরবাড়িহীন এই মুক্তিযোদ্ধা জীবন সায়াহ্নে এসে রিকশা চালিয়ে কোন রকমে টিকে আছে ঢাকা শহরে। লেখক নিজের সাথে সংলাপের মাধ্যমে মুক্তিযোদ্ধার অব্যক্ত কথা তুলে ধরেছেন। তাঁর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা বলেই মনে হয়। গঠনশৈলীর দিক দিয়ে লেখাটি সমৃদ্ধ হয়েছে। ছোটগল্পে সমাজকে চিত্রায়িত করা হয়েছে। এখানকার ঘটনা আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব ঘটনারই প্রতিচ্ছবি। লেখক মোহাম্মদ সেলিমুজ্জামানের স্বপ্ন জল, শাহানাজ মিজানের আমার পাপান সোনা, শফিক নহোরের নীরুর মা এবং মুহম্মদ আসাদুল্লাহ এর যে গল্প লিখতে চাইনি-তে সমাজের সত্য ঘটনা ফুটে উঠেছে। সবগুলো গল্পই জীবন ঘনিষ্ঠ এবং বাস্তব।
ভ্রমণ কাহিনীর মাধ্যমে অন্য দেশের মানুষ, তাদের জীবনাচার, অর্থনীতি, শিল্প সবকিছু জানা গেলো। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে কল্পনার সাথে বাস্তবতার সমন্বয় ঘটিয়েছেন লেখক। সেখানে ড. লিনের সাথে এলিয়েনের সংলাপের মধ্য দিয়ে পৃথিবী, গ্রহ, নক্ষত্রের অবস্থান, তাদের উপাদান ও পরিবেশ নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেছেন।
কবিতায় সবসময়ই কবির মনের অব্যক্ত কথা প্রকাশিত হয়। এখানেও তার ব্যত্যয় ঘটেনি। বেশিরভাগ কবিতায় নিজ এলাকার বিভিন্ন জায়গা, প্রতিষ্ঠানের বর্ণনা উঠে এসেছে। দেশ প্রেম, গ্রামে ফিরে যাওয়ার আকুতি, প্রকৃতি, প্রেম ও স্মৃতিকাতরতা প্রকাশিত হয়েছে কবিতায়।
ছড়াকারগণ তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন ছড়াকার কেন্দ্রীয় চরিত্রে না থেকেও সেই চরিত্রের মাধ্যমে তার (কেন্দ্রীয় চরিত্রের) মনের কথা প্রকাশ করে দারুণ নৈপুণ্যতার পরিচয় দিয়েছেন।
সামগ্রিক বিশ্লেষণে সংকলনটি ভালো হয়েছে।
আরও পড়ুন গল্পগ্রন্থ মায়াকুসুম রিভিউ
“আমাদের সুজানগর” সংগঠনের প্রথম প্রকাশনা হিসেবে সংকলনটি প্রকাশ করাই একটা বড় কাজ হয়েছে। এখানে দেশের খ্যাতনামা লেখকের লেখার পাশাপাশি একেবারে নবীনদের লেখাও স্থান পেয়েছে, যা নতুনদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
দুটি লেখা বেশি দীর্ঘায়িত হয়েছে। এর মধ্যে একটি শেষ হয়েছে বক্তৃতার আদলে। আর একটিতে লেখকের ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন রয়েছে বলে মনে হয়েছে। সেখানে কিঞ্চিৎ হতাশা ও অপ্রাপ্তির বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। একই ব্যক্তিকে প্রকাশের ক্ষেত্রে চরিত্রের মিশ্রণ ঘটেছে এই লেখাটিতে। কবিতার মান বিচারে কয়েকটি লেখা স্থান না পেলে সংকলনটির শ্রী আরো বৃদ্ধি পেত বলে মনে হয়েছে।
অনেক লেখায় বানান ত্রুটি পরিলক্ষিত হয়েছে। যেটা একজন পাঠক হিসেবে দৃষ্টিকটু লেগেছে। আরো একটু সময় নিয়ে সংকলনটি করতে পারলে হয়তো আরো ভালো হতো। প্রচ্ছদ ও কাভারের কাগজ আরো ভালো হতে পারতো।
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
আমাদের সুজানগর সংকলন রিভিউ