আমাদের সম্পর্কে
আমাদের সুজানগর সংগঠন থেকে প্রকাশিত পাবনা জেলার অন্তর্গত সুজানগর উপজেলা ভিত্তিক একটি ওয়েব ম্যাগাজিন আমাদের সুজানগর।
এই ওয়েব ম্যাগাজিনে ছড়া, কবিতা, গদ্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, উল্লেখযোগ্য স্থান, শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং একাডেমিক পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা প্রকাশ করা হয়।
লক্ষ্য:
১. মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আদর্শিক ঐশ্বর্যে বিকশিত করা; সুস্থির সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করা।
২. সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ করা; গুণিজনের জীবনী সংগ্রহ, সম্প্রচার ও সংরক্ষণের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সবার মাঝে তুলে ধরা।
৩. আর্থ সামাজিক বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করা। তাঁদের যাপিত জীবনের মানোন্নয়ন এবং স্বাস্থসেবা প্রদান।
৪. শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানবিকবোধসম্পন্ন তরুণ প্রজন্ম সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখা।
উপদেষ্টামণ্ডলী:
ড. মোহাম্মদ জয়নুল আবেদীন
কৃষি বিজ্ঞানী
বিমল কুণ্ডু
বীর মুক্তিযোদ্ধা; কবি, কথাসাহিত্যিক ও গবেষক; সাবেক জেলা প্রশাসক ও যুগ্মসচিব
খলিফা আশরাফ
বীর মুক্তিযোদ্ধা; কবি ও গল্পকার; প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা
এ কে আজাদ দুলাল
কথাসাহিত্যিক
মোহাম্মদ সেলিমুজ্জামান
কবি, কথাসাহিত্যিক ও গবেষক; পরিচালক (নায়েম, ঢাকা)
মোহাম্মদ আব্দুল বাছেত
অধ্যক্ষ (সাতবাড়িয়া ডিগ্রি কলেজ)
সম্পাদক ও প্রকাশক
প্রকৌশলী আলতাব হোসেন
প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক
Facebook-f
Linkedin
Twitter
Wordpress