অর্থবহর-অধর
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

অর্থবহ অধর

অর্থবহ অধর

জাহাঙ্গীর পানু

 

এইতো সেদিনের কথা
এখনও কোন খেয়ালে মনে পড়ে ঢের
কর্দমাক্ত পিচ্ছিল পথে বাহু ধরে হাটাহাটি
পাশাপাশি বসেছিলাম বটবৃক্ষের তলে
হঠাৎ নিতম্বে ছুয়েছিল আমার হাতখানি
ঝিরিঝিরি মৃদু হাওয়ায় দুলছিল এলোমেলো চুল
পরস্পর ছিলাম আমরা খুবই কাছাকাছি
উষ্ণ হয়েছিল দুজনের নিঃশ্বাস
ঘনকালো চুলের গোছা সরিয়ে মুখখানি
চোখের ভাষায় দেখেছিলাম ভালোবাসার ছবি।

আজও মনে পড়ে তোমাকে অলস বিকেলে
পাখির কলকাকলীতে চারপাশে নিঃস্তব্ধতা ভাঙে
কিন্তু আমার হৃদয়ের অবসন্নতা হয় না দূর।
গভীর নিশিতে ঘুম ভেঙ্গে অনুভব করি
হৃদয়ের গহীনে লুক্কায়িত ক্ষতচিহ্ন।
শুকনো ঝরা পাতার মর্মর শব্দে
এখনো শুনি সেই মায়াভরা
হারানো কণ্ঠের করুণ সূর
চোখের জলে ভেসে ওঠে
তোমার অর্থবহ অধরের মৃদুস্বর-
‘হারিয়ে যাবো আমি অবেলায়’
কম্পিত গলায় বিরহী কণ্ঠস্বর।

আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
তিতাস নদীর পাড়ে
প্রশ্ন তোমাকে
প্রেমের পদ্য
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

অর্থবহ অধর

Facebook Comments Box

আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!