কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

অবহেলার বৃত্তে, শুভঙ্করের ফাঁকি, অলিখিত কবিতা  

অবহেলার বৃত্তে

জিন্নাত আরা রোজী

 

স্মৃতি বিজড়িত আঙিনায়,
মানুষ কেন দুঃখ নিয়ে বাঁচে?
কেন বিরহের গান গায়?
কেন নতুন নতুন স্বপ্ন দেখে
নিজের অজান্তে?

শূন্যতা বড্ড ছোঁয়াছে
একলা ঘরে অজস্র বিরহেও হাসে;
মুঠো ভরে উড়িয়ে দিলেও
চৌকাঠ ছুঁয়ে আবার ফিরে আসে।

নিদারুণ শোকে হৃদয়ে ধুতরা ফুল ফোটে
ফুরিয়ে যাওয়া সময় গুলো অকাতরে হাসে।
জীবনের শুরু থেকেই,
অবহেলার বৃত্তে শ্লথ পায়ে হাঁটছি,
পরিত্রাণের স্বপ্ন দেখতে দেখতে একদিন দুম করে
পৃথিবীর দেয়ালে ছবি হবো।
এখানে শুধুই শুভঙ্করের ফাঁকি।

আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
মেয়ের তকমা
কবে আমার হবি
দ্বিধা-দ্বন্দ ভুলে

 

শুভঙ্করের ফাঁকি

মনকে বলি, ‘তুই কেন এত অভিমানী?’
সহজে উত্তর দেয় না, ভাবে নিরন্তর,
বলি, ‘আঁধার কেটে চল না আলোর পথে’ ;
যে অভয় আলো ছুঁয়েছিল একদিন,
ভীড় করেছিল দুজনের মাঝে,
খুঁজেছিল নতুন দিগন্তের নতুন সূর্য!

স্থবির হয়ে আনমনে কি যেন কি ভাবে!
আমার ক্ষীণ দৃষ্টিতে সর্বদাই চোখে পড়ে ওর
ভাবনাগুলো।
শুধু অজুহাত খোঁজে কলাকৌশলে,
বিস্তর অপূর্ণতা নিয়ে চলাচল তার,
অবহেলার বৃত্তে শ্লথ পায়ে হাঁটে।

যদি মনকে বলি,’পরিত্রাণের স্বপ্ন দেখ?’
সে আবাল শিশুর মত ফ্যাক করে কেঁদে উঠে।
তাইতো মনকে মাঝে মাঝে বলি বিনিসুতার ফুলে
কখনো মালা গাঁথতে নাই।
সে কখনো না কখনো ছিঁড়ে যাবেই।
এখানে শুধুই শুভঙ্করের ফাঁকি,
চোয়াল ফুঁড়ে বেড়িয়ে আসতে পারে দীর্ঘশ্বাসের ঝড়;
বেহায়া মন তবুও এ বুকে শুধু অভিমানের ঝড় তোলে।

 

অলিখিত কবিতা

হঠাৎ তোমায় দেখেছিলাম কোন এক চাঁদনি রাতে
তারা ভরা আকাশের নীচে বিজলির মত এক পলক।
সেই থেকে তুমি আমার নিঃস্ব জীবনে অলিখিত কবিতার গুচ্ছ।
শিশির কণার মত মিহি আবরণে রেখেছি তোমায়
উষ্ণ আলিঙ্গনে।
বিমূর্ত স্বপ্নের কোলাহলে জং ধরা মনে
তুমি আশার আলো ছড়ালে।
তাইতো মনকে বাঁধিনি নিয়মের শিকলে,
অফুরান হাসিতে যাচ্ছে সময় বয়ে নিরবে ;
অনূভুতির উঠোন জুড়ে তুমি আছো এই অন্তরে।
তাইতো হৃদয়ের আল্পনায় এঁকে যাই তোমারই ছবি।

বিদগ্ধ সময়ের কাছে হার মানিনি তোমাকে ভালোবেসে
চোখের গভীরে কত না সুপ্ত ভাষা,
হৃদয়ে সাজানো কত যে না বলা কথা
খই ফোটা জ্যোস্না জ্যোৎনা রাতে চিলে কোঠার মুখে বসে;
তোমায় বলবো বলে জমিয়ে রেখেছি বুকের গহীনে।
বিধাতার কাছে প্রার্থনা যেন আঁধার রাতেও থাকি এক সাথে।
একটি রাতেরও যেন মৃত্যু না হয় আমাদের জীবনে।

আরও পড়ুন কবিতা-
ব্যবধান
বিবাগী মন
পদ শব্দ মিলিয়ে যায়

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

অবহেলার বৃত্তে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!