অনন্য বাতিঘর
অনন্য বাতিঘর
এ এফ এম মনিরুল ইসলাম তরুন
ফেসবুকে যখনই চোখ বুলাই
আমাদের সুজানগরের পোস্ট সর্বাগ্রে খুঁজে বেড়াই।
উৎসাহ উদ্দীপনা জাগরণ সৃষ্টি, করেছে মন জয়
লেখনিতে ফুটিয়ে তুলেছেন, শিক্ষনীয় নানা বিষয়।
বুদ্ধিদীপ্ত সুশিক্ষিত এক ঝাঁক উদীয়মান লেখক-কবি
লেখালেখিতে আঁকিয়ে চলেছেন এলাকার প্রতিচ্ছবি।
বিমল কুন্ডু, খলিফা আশরাফ উভয়ই বীরমুক্তিযোদ্ধা
কর্মজীবন বর্ণাঢ্য, ছিলেন সরকারের সাবেক কর্মকর্তা।
বিমল কুন্ডু’র ঔপন্যাস-গল্প-প্রবন্ধ কিংবা কবিতা
বহু বইয়ের রচয়িতা, পাঠকের বাড়ায় সচেতনতা।
খলিফা আশরাফ কবি ও গল্পকার
দেশব্যাপী আলোচিত, তার লেখা বই প্রিয় সবার।
উভয়ই গুরুজন লেখালেখি করেন প্রতিদিন
মাঝে মধ্যেই আবৃত্তি করেন ড. জয়নুল আবেদীন।
এ কে আজাদ দুলাল, সেলিমুজ্জামান, জিন্নাত আরা রোজী
গল্প প্রবন্ধ লেখেন ভালো, কবিতাও লেখেন ছন্দ সাজি।
অধ্যক্ষ আব্দুল বাছেত হাস্যরস, শিক্ষনীয় লিখেন অবিরাম
হারিয়ে যাওয়া কথাগুলো ফেরাতে আছে তার সুনাম।
তাহমিনা খাতুন বাংলাদেশি, বসবাস সুইজারল্যান্ড
ভ্রমণকাহিনী, কবিতায় সে দেশের যেন ব্যান্ড।
জহুরা ইরা সাবেক শিক্ষক, ভিটবিলা বসতি
কবিতা লেখেন, তৈরি করেন বাচিকশিল্পী।
খোন্দকার আমিনুজ্জামান কবি, ঔপন্যাসিক
তার লেখায় ফুটে ওঠে ভাবনায় তাত্ত্বিক।
আপন দুই সহদর ভাই নজরুল ইসলাম, নুরুজ্জামান
কবিদ্বয়ের ছদ্মনাম মযলুম মুসাফির, পথিক জামান।
ফজলুল হক ও পূর্ণিমা হক সম্পর্কে স্বামী-স্ত্রী
তাদের লেখায় খুঁজে পাই অতীতের সব স্মৃতি।
পেশায় শিক্ষক, লেখেন কবিতা আদ্যনাথ ঘোষ
তার কবিতা আনন্দ দেয়, হয়নি কেউ নাখোশ।
হাসপাতালের পরিচালক কবি আবু জাফর খান
বিদেশে অগণিত পাঠক, দেশের বাড়িয়েছে মান।
হুমায়ুন কবির পরিছন্ন লেখেন, প্রকৃতি প্রেমি কবি
ছন্দ মিলে কবিতা লিখে তুলে ধরেন স্মৃতির ছবি।
জাহাঙ্গীর পানু ভালো কবি, তুলে ধরেন যাপিত জীবন
আলো ছড়িয়ে লিখে যাচ্ছেন, যেন সে সূর্যের কিরণ।
পুলিশ সুপার এলাকার বধূ, অবসরে লিখেন কবিতা
নারী হয়েও এগিয়ে চলেছেন নামটি তার জয়িতা।
কবি রিঙকু অনিমিখ চারুশিল্পী, আছে অনেক গুণী কর্ম
সুচিত্রা সেনের আবক্ষ ও গড়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য।
সুমনা নাজনীন কাজের অবসরে লেখালেখির অভ্যাস
ইংরেজি বাংলায় লিখেন দ্বিভাষিক কবিতা-ঔপন্যাস।
সাইফুর রহমান দক্ষ লেখক আবেগী গল্পকার
লেখার মাঝে ডুবে থাকেন, প্রবন্ধ লেখেন চমৎকার।
মুহাম্মদ আসাদুল্লাহ গল্পকার, পেশায় সাংবাদিক
রিপোর্ট তৈরি, গল্প লেখা, পাশাপাশি দক্ষ ঔপন্যাসিক।
হাতেম আলী, আজিজুল কায়সার, গল্পকার শফিক নহোর
প্রতিনিয়তই লিখে যাচ্ছেন গল্প কবিতার বহর।
আমাদের সুজানগর মিলন মেলা এলাকার গুণিজন
পদার্পন করছে দ্বিতীয় বর্ষে, বেরুচ্ছে পুনরায় সংকলন।
আলতাব হোসেন গড়েছেন যেন সাহিত্য আলোর নগর
প্রচারিত আলোচিত গৌরবান্বিত আজ ‘আমাদের সুজানগর’।
লেখালেখিতেই গড়ে উঠেছে আত্মিক বন্ধন
আমাদের সুজানগর ঘুমন্ত প্রতিভার ‘অনন্য বাতিঘর’।
আরও পড়ুন কবিতা-
ভেজালের সমারোহ
ঢাকা শহর
অচিন পাখি
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
অনন্য বাতিঘর