-
হায়রে মুঠোফোন, একুশ বছর আগেকার কথা বলছি
হায়রে মুঠোফোন পথিক জামান হায়রে মুঠোফোন তোর কারণে হয়নি পাওয়া আমার প্রিয়জন। তোর কেন হয়নি জনম একুশ বছর আগে, মনের ব্যথা উথলে উঠে দুঃখে মরি রাগে। জানিস কি তুই আমার ব্যথা? আমি কত দহি? প্রিয়জনের সুখের লাগি সব নীরবে সহি, কেন এত পরে আইলা আমার তো সব শেষ, আমার প্রিয়া ঘর বাঁধিয়া সুখেই আছে বেশ। আমার প্রিয়ার চোখের কাজল বাঁকা ঠোঁটের হাসি, সবই এখন অতীত স্মৃতি, সবই এখন বাসি। তুই যদি মোর থাকতি ঘরে হইতো যোগাযোগ, তাহলে কি আমার প্রিয়ারে অন্যে করে ভোগ? যোগাযোগের পথ ছিলো না চিঠিপত্র ছাড়া, প্রিয়ার খবর নিব আমি কোন বাহনের দ্বারা? পরে যখন জানতে…