• হাটখালী-ইউনিয়ন-পরিষদ
    ইউনিয়নসমূহ,  হাটখালি

    হাটখালী ইউনিয়ন পরিচিতি

    হাটখালী ইউনিয়ন পরিচিতি   হাটখালী ইউনিয়ন পাবনা জেলার সুজানগর উপজেলা একটি ইউনিয়ন।   অবস্থান: উত্তর পার্শ্বে বিশাল বিস্তৃত গাজনার বিল, দক্ষিণে নাজিরগঞ্জ ইউনিয়ন, পূর্বে সাগরকান্দি ইউনিয়ন এবং পশ্চিমে মানিকহাট ইউনিয়ন ইউনিয়ন অবস্থিত।   নামকরণ:  হাটখালীতে বর্তমানে হাট থাকলেও পূর্বে কোনো হাট ছিল না। এ নতুন গ্রামের বাসিন্দরা পার্শ্ববর্তী রাইপুর, বাদাই, কাদোয়া প্রভৃতি গ্রামের হাট করত। যেহেতু এ গ্রামে কোনো হাট ছিল না সেহেতু তারা পার্শ্ববর্তী গ্রামের লোকদের কাছে ‘হাটখালী’ (হাট নেই) বলে পরিচিতি লাভ করে। তবে খোলাহাট (পাতখোলা) থেকে হাটখালীর নামকরণ হতে পারে বলে অধিকাংশ লোকজন মনে করেন। ‘খোলা’ বলতে কুমোরদের তৈরি হাড়ি-পাতিল বুঝায়। কুমোররা যেখানে খোলা বিক্রি করে তা…

error: Content is protected !!