-
হাঁসের মজা বৃষ্টিতে
হাঁসের মজা বৃষ্টিতে আলী হাসান রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে ভরছে খাল আর বিল, হাঁস বাবুরা দারুণ খুশি ভরছে তাদের দিল। সবাই যখন বিরক্ত হয় চরম বৃষ্টির ফলে, হেলেদুলে চলছে তখন হাঁস পাখিদের দলে। মুষলধারে বৃষ্টি হলে উঠানেও হয় জল, বাড়ির লোকের কষ্ট হলেও পানিই হাঁসের বল। ঘাড় বাঁকিয়ে হাঁস পাখিরা মজায় মজায় ভাসে, বৃষ্টি দেখে হাঁসের দলে দেখো কেমন হাসে। দল বাঁধিয়া চলে হাঁসে দারুণ তাদের মিল, মিল দেখে তাই দারুণ খুশি ভরলো কবির দিল। ঘাড় বাঁকিয়ে ঠোঁট খুঁচায়ে কি যেন হাঁস খায়, বৃষ্টি হলে হাঁসের দলে দারুণ মজা পায়। ঘুরে আসুন…