-
শ্বাশত বাণী, স্রষ্টার লীলাশৈলী, সৌখিন কবি
শ্বাশত বাণী জাহাঙ্গীর পানু পৃথিবী নিমজ্জিত ছিল আচ্ছন্ন অন্ধকারে। বিপন্ন মানবতা, কুসংস্কারাচ্ছন্ন মরু প্রান্তর পাহাড় বেষ্টিত কা’বার চত্বরে বিশৃঙ্খল পরিবেশ মদ, জুয়া ও নারীর প্রতি আসক্তিতে নৈতিক স্খলন আন্তঃগোত্রীয় কলহপূর্ণ সামাজিক অবক্ষয়। আসিল নতুন সুর্য সাথে নিয়ে স্রষ্টার অমিয় বাণী। পাঠে তার হৃদয় হয় বিহ্বলিত, সুরের মুর্চ্ছনায় আচ্ছন্ন হয় গোটা সৃষ্টিকুল। নিবিষ্ট চিত্তে শ্রবণে সমস্ত মানব জাতি পায় আত্মতুষ্টি পথহারা পাখি ফিরে পায় তার আপন নীড়ের ঠিকানা বিজ্ঞানীরা গবেষণায় খুঁজে পায় নতুন আবিস্কারের সূত্র আউলিয়ারা পায় তাঁদের মহান স্রষ্টার সান্নিধ্য। সাধারণ মানবকূল জীবন যাপনে পায় সহজ সরল পথ নশ্বর পৃথিবীর কোলাহলপূর্ণ, মিছে মায়া শেষে যে পথ তাকে নিয়ে যাবে-…