-
লাই দিতে নাই
লাই দিতে নাই মোহাম্মদ আব্দুল বাছেত শাখামৃগ লাই পেলে ঘাড়েতে সে উঠবেই খুঁটি ছাড়া হলে ছাগল উদ্যান তো লুটবেই । টোনা মুখে না পড়ালে গরুতে খায় পরের ক্ষেত হনু হাতে খুন্তা পেলে অঘটন নয় অনভিপ্রেত। বাইরে গেলে কদুর ডগা ফিরাতে হয় জাংলায় নইলে তার ফলন শুন্য বহরটা কে সামলায় ? মুল গাছটাই ঢেঁকে দেয় সুযোগ পেলে স্বর্ণলতা ঠিক সময়ে যদি না হয় সঠিক ভাবে পরিচ্ছন্নতা । বিষাক্ত কীট রাখবে পুষে জামার খোটায় আস্তিনে ? বিষ দাঁত হলে ভাঙা প্রয়োজন কী জাত চিনে? সেরা জীবের মাঝে যদি যায় বেড়ে পশুতা চতুষ্পদ হয় পশ্চাৎপদ দেখে তাদের…