-
বন্ধু, রক্তে লাফায় রক্ত, সাদা মন
বন্ধু খোন্দকার আমিনুজ্জামান যুদ্ধ চলছে যুদ্ধ করুণাহীন ভাইরাস করোনার সাথে যুদ্ধ অদৃশ্য এই ভাইরাসের ভয়ে গোটা বিশ্ব আজ অবরুদ্ধ। প্রতিদিন মরছে মানুষ কাতারে কাতার আক্রান্ত হচ্ছে আহারে হাজারে হাজার সেরাটুকু দিয়েও মানুষ আগলাতে পারছে না এ যুদ্ধ। এ যে বিশ্ব প্রকৃতির প্রতিনিধির প্রতিশোধ এ যে মানুষের দাম্ভিকতা ও নিষ্ঠুরতার গতিরোধ। মোরা যদি মানবিকতার পথে চলি মমতা সততা একতার কথা বলি বিশ্বাস করো বন্ধু এই মহামারি হবে রুদ্ধ। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- বাংলাদেশ বিবেক অন্য আলো রক্তে লাফায় রক্ত রক্তে লাফায় রক্ত আমার রক্তে লাফায় রক্ত পদ পদবি পদক পেতে আমি হবো না ক্ষমতার ভক্ত। যিনি লেখক শিল্পী…