• মেঠোপথে
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    মেঠোপথে

    মেঠোপথে  ফজলুল হক   সবুজ কুঁজবন আর মাঠ অবিশ্রামী মানুষের পাহারায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খড়কুটোর সারি সারি ঘর, কুয়াশার কান্না শেষে সোনালি রোদের অকৃপণ হাসি শীর্ণ দেহে উষ্ণতার প্রলেপ; পাখিদের কলকাকলিতে মুখরিত সবুজ ঝোপঝাড়– মাঝের সরু আলটি ধরে চলে গেছে কোন সুদূরের গ্রাম, যেনো সোনালি-সবুজে আঁকা চিরচেনা জীবনের আল্পনা। রাখালের ভাটিয়ালি গান কৃষাণ কৃষাণীর মনে ছন্দের দোলা, কী করে ভুলি আমিও যে এই মাটিরই সন্তান! বিধবা মায়ের একাকীত্বতা আঁকে ধূসর জীবনের আল্পনা, ঋণের বোঝা মাথায় ফিরবো ফিরবো করে ফেরা হয় না, তারপর ফেরা হলো। শিশিরভেজা মেঠোপথে বেদনার দীপ নিভে জীবন উপভোগ করি ফসলের লকলকে ডগায়; রিক্ত নীড়ে হেসে…

error: Content is protected !!