• সুতা-ছেঁড়া-ঘুড়ি-২য়-পর্ব
    উপন্যাস,  তাহমিনা খাতুন,  সাহিত্য

    সুতা ছেঁড়া ঘুড়ি (২য় পর্ব)

    সুতা ছেঁড়া ঘুড়ি (২য় পর্ব) তাহমিনা খাতুন দুই. নূরপুরের মধ্যপাড়া আর পাশের গ্রাম শিবপুরের সীমা নির্ধারণকারী হালটে দুপুরের পর দই ওয়ালার ডাক শোনা গেল। দই…দই…ভালো দই। দই ওয়ালার ডাক শুনে মধ্যপাড়ার সরফরাজ খন্দকারের বাড়ির ভিতর থেকে ছয়/সাত বছর বয়সের এক খোকা বেরিয়ে এল। বুদ্ধিদীপ্ত চেহারা। “এই দইওয়ালা, তোমার দইয়ের দাম কত?” “কেন খোকা, তুমি দই কিনবে?” “আমি দই কিনব? পয়সা পাব কোথায়? তোমার তো অনেকগুলো দইয়ের হাঁড়ি। আমাকে একটা হাঁড়ি দিয়ে দাও। আমি যখন বড়ো হব, তখন তোমার দইয়ের দাম শোধ করে দেব।” খোকার বুদ্ধিদীপ্ত কথায় দারুণ মজা পেল দইওয়ালা। বলল, “ঠিক আছে। তুমি যদি এক হাঁড়ি দই পুরোটা খেতে…

error: Content is protected !!