-
ভালোবাসা তুমি, রেখে যাই এ হৃদয় আমার
ভালোবাসা তুমি কে এম আশরাফুল ইসলাম ভালোবাসা তুমি হৃদয়ের টান ভালোবাসা তুমি মরমের গান ভালোবাসা তুমি অতৃপ্ত আশা ভালোবাসা তুমি প্রশান্তির বাসা ভালোবাসা তুমি ফুলের কাঁটা ভালোবাসা তুমি জোয়ার ভাটা ভালোবাসা তুমি অভিশপ্ত নেশা ভালোবাসা তুমি হতাশায় আশা। ভালোবাসা তুমি নিজস্ব আইন ভালোবাসা তুমি বিধ্বংসী মাইন…