-
ভালোবাসার গ্রাম, বাদল দিন, শরৎ
ভালোবাসার গ্রাম খোন্দকার আমিনুজ্জামান আমার ভালোবাসার গ্রামকে তোরা শহর বানানোর চেষ্টা করিস না তা হলে যে বাবুই পাখির একতলা দোতলা বাসা আর দেখতে পাবো না। টুনটুনিরা চলে যাবে, যাবে বহুদূর শুনতে পাবো না তাদের মিষ্টি মধুর সুর ছোটো গাছে তাদের জোড়া পাতার বাসা আর তো ভাই দেখা যাবে না। দোয়েল-কোয়েল ঘুঘু-শ্যামার সুমিষ্ট ডাক সেখানটায় দখল নিবে শহরের কাক বক-ডাহুক-মাছরাঙাদের উড়াউড়ি আর তো দেখা যাবে না। গ্রামের নির্মল বাতাস আর বিশুদ্ধ পানি ক্রমে দূষিত হবে জানি গো জানি শহরের বাস্তবতা আজ আর কারও অজানা না। সোঁদা সোঁদা মাটির গন্ধ পেতে গ্রামে ছুটে যাই মনময় দক্ষিণী হাওয়া সেখানে পাই পূর্ণিমা রাতে…