-
বিবর্ণ স্বাধীনতা
বিবর্ণ স্বাধীনতা পথিক জামান আজ নিজের ঘরটিকেও নিরাপদ ভাবতে পারছিনা আগের মতো, বর্গীরাতো চলে গেছে কবে কোনকালে – তবুও কেনো আতঙ্ক জনমনে? কেনো অন্ধকার রাতগুলোকে যমের মতে ভয় পায় সাধারণ মানুষ? বর্গীদের তাড়ালাম আমাদের শান্তি, স্বাধীনতা আর স্বপ্ন কেড়ে নিয়েছিলো বলে। ওরা চলে গেলো ঠিকই, কিন্তু রঙিন স্বপ্ন আর স্বাধীনতা বিবর্ণ হয়ে ধরা দিলো বাংলায়। এমন স্বাধীনতার জন্যে তো রণাঙ্গনে যুদ্ধ করিনি সেদিন, কিন্তু কেনো এ বেহাল দশা? উত্তর তোমাকে দিতেই হবে লীলাবতী। দিন দিন এ স্বাধীন দেশটা কি খুনী সন্ত্রাসী আর চাঁদাবাজদের স্বর্গ রাজ্য হবে? না, না এমনটা হতে দিতে পারি না। ওরাতো সংখ্যায় কম, তবু কেনো ভয়…