-
প্রকৃতির মাঝে সুখ খুঁজি, সাগর কন্যা
প্রকৃতির মাঝে সুখ খুঁজি জিন্নাত আরা রোজী আমি উদাস হয়ে মুগ্ধ নয়নে চেয়ে দেখি প্রকৃতির রূপরেখা– যেন, এই প্রকৃতির মাঝে সুখের পিদিম জ্বলে, বলাকা মন আমার প্রকৃতি খোঁজে ফিরে তাইতো ওদের সাথে কত কথা বলি– নিভৃত নির্জনে একাকী বসে দেখা। মেঘে ঢাকা একটা দু’টো তারা যদি খসে পড়ে সবুজ সমারোহে আমি মুগ্ধ চোখে চেয়ে দেখবো প্রাণ ভরে, শুধু এদেশকে ভালোবাসার তরে। আনমনে ভাবী দিবানিশি তাইতো একটু একটু করে প্রতিনিয়ত কবিতা লিখি ওদের নিয়ে, শুধু কাগজে কলমে নয় এ বুকের মধ্যখানে অতল গহীনে। বেলা শেষে পাখিরা ফিরে আপন নীড়ে যখন মাগরিবের আযান পড়ে মসজিদে কিচিরমিচিরে মুখরিত করে ছোট্ট নীড় মনের…